ট্যাবের টাকা নিয়ে প্রথম থেকে সতর্ক প্রশাসন, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে ট্যাবের টাকা নিয়ে বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন সিটের তদন্তের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। প্রথম থেকে সরকার ট্যাবের টাকা নিয়ে যে দুর্নীতি হয়েছে জেলায় জেলায় তা নিয়ে ব্যবস্থা নিয়েছে। তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রশাসন রাফ অ্যান্ড টাফ, আমরাই প্রথম গ্রেফতার করেছি, আমরাই সিট তৈরি করেছি, সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকরা বিষয়টি দেখছেন”।
advertisement
প্রসঙ্গত, ট্যাবের টাকা গায়েবের ঘটনায় উঠেছে চাঞ্চল্যকর তথ্য। ট্যাবের টাকা গায়েব হয়েছে এই সংক্রান্ত অভিযোগের সংখ্যা ১৫০০ এরও বেশি। গোটা রাজ্য থেকে ১৫০০ এরও বেশি অভিযোগ স্কুল শিক্ষা দফতরে। এর মধ্যে এখনও পর্যন্ত ৮০০ এর মতো অভিযোগের সত্যতা পেল স্কুল শিক্ষা দফতর। অর্থাৎ প্রায় ৮০০ পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে সত্যতা পেয়েছে স্কুল শিক্ষা দফতর। বাকি ৭০০ টি অভিযোগেরও সত্যতা রয়েছে ট্যাব এর টাকা গায়েবের? স্ক্রুটিনি করছে স্কুল শিক্ষা দফতর।
রাজ্যের একাধিক জেলায় ট্যাবের টাকা গায়েবের জেরে এবার “অ্যাকাউন্ট ভ্যালিডেশন” করেই টাকা পাঠানো হবে, এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ টাকা পাঠানোর আগে অ্যাকাউন্ট নম্বর ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম অ্যাকাউন্ট আছে কি না, তা যাচাই করা হবে। ব্যাঙ্ক এবং অর্থ দফতরের আধিকারিকরাই যাচাই করবেন। তারপরেই ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হবে। তরুণের স্বপ্ন, কন্যাশ্রী, রুপশ্রী, জয় জোহারের মতো প্রকল্পগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিচ্ছে নবান্ন।