TRENDING:

Weight Loss Tips: রাতভর ভিজিয়ে সকালে খালিপেটে এই জল খেলেই ওজন কমে রোগা হবেন

Last Updated:

Weight Loss Tips: ওজন কমানো অনেক সময়েই কষ্টকর হয়ে যায়৷ ওজন কমানোর জন্য ডায়েটের উপর বিশেষ খেয়াল রাখতে হয়৷ পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রমও খুব গুরুত্বপূর্ণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওজন কমানো অনেক সময়েই কষ্টকর হয়ে যায়৷ ওজন কমানোর জন্য ডায়েটের উপর বিশেষ খেয়াল রাখতে হয়৷ পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রমও খুব গুরুত্বপূর্ণ৷ নিত্য ডায়েটে কিছু খাবার রাখতেই হয়৷ ওজন কমানোর জন্য দরকারি, সেরকম কিছু খাবারে ভরসা করতেই হয়৷ সেরকমই একটি খাবার ডুমুর৷ ছোট্ট এই ফলের একাধিক গুণ৷ এর দরকারি মিনারেলস ও ভিটামিনস ওজন কমাতে প্রয়োজনীয়৷ ডায়েটে ডুমুর নানাভাবে খেতে পারবেন৷ আবার রাতভর ডুমুর ভিজিয়ে রাখুন৷ তার পর সকালে খালি পেটে ওই জল পান করুন৷ বাড়তি ওজন কমানোর যাত্রাপথে আপনার সুবিধে হবে৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
ওজন কমানোর জন্য ডায়েটের উপর বিশেষ খেয়াল রাখতে হয়
ওজন কমানোর জন্য ডায়েটের উপর বিশেষ খেয়াল রাখতে হয়
advertisement

ডুমুরে প্রচুর ফাইবার আছে৷ ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে৷ ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে দিনের যে কোনও সময়ে৷ এর ফলে পরিপাক ক্রিয়াও মসৃণ থাকে৷ তাই সম্ভব হলে ডায়েটিং করলে ডুমুর রাখুন আপনার ডায়েটে৷

হজমের সহায়ক :

এছাড়াও হজমের জন্য ডুমুর খুবই সহায়ক৷ পেটের স্বাস্থ্য ভাল রাখে ডুমুর৷ প্রচুর ফাইবার থাকার ফলে গ্যাস, পেট ফেঁপে ওঠা, অ্যাসিডিটি সংক্রান্ত সব সমস্যা দূর হয়৷

advertisement

ডায়াবেটিস নিয়ন্ত্রণ :

ব্লাড সুগার নিয়ন্ত্রণেও ডুমুর জুড়িহীন৷ এতে ক্লোরোজেনিক অ্যাসিড আছে৷ ফলে গ্লুকোজ মেটাবলিজম উন্নত করে৷ এর ফাইবার কন্টেন্ট সুগার নিয়ন্ত্রণেও কার্যকর৷

হাড়ের সুস্থতা :

হাড়ের স্বাস্থ্য ভাল রাখার জন্যেও ডুমুর জুড়িহীন৷ ডুমুরে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে৷ তাই হাড়ের রোগ দূর করে হাড়ের স্বাস্থ্য উন্নত করে৷

advertisement

আরও পড়ুন : কোলেস্টেরলের সমস্যায় ডিম খাওয়া যায়? ডিম খেলে কি কোলেস্টেরল বেড়ে যায়? জানুন পুষ্টিবিদের মত

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রোজ রাতে ৩-৪ টে ডুমুর ভিজিয়ে রাখুন রাতভর৷ সকালে খালি পেটে ওই জল পান করুন৷ দরকারে সামান্য মধু বা চিনি মিশিয়ে নিতে পারেন৷ রুম টেম্পারেচারে বা একটু গরম করে এই জল পান করুন৷ দিনভর সুস্থতার জন্য সকালে খালি পেটে পান করুন ডুমুর-জল৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Tips: রাতভর ভিজিয়ে সকালে খালিপেটে এই জল খেলেই ওজন কমে রোগা হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল