TRENDING:

Weekend Trip Destination: ঘরেই কাছে অচিনপুর! ২৫০ বছরের জমিদারবাড়িতে কথা বলে ইতিহাস! ঘুরে আসুন সপ্তাহান্তের ছোট্ট ছুটিতে

Last Updated:

Weekend Trip Destination: বহু বাংলা সিনেমা শুটিং হয়েছে এই রাজবাড়িতে, বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঘুরে আসুন এক ঝলকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায়, বীরভূম: গ্রীষ্মের ছুটিতে সপ্তাহের শেষে বীরভূম ভ্রমণ আসবেন মনে করছেন। কিন্তু কোথায় ঘুরতে যাবেন ভেবে পাচ্ছেন না! তাহলে আপনি অবশ্যই ঘুরে আসতে পারেন রায়পুর রাজবাড়ি থেকে।সময়ের ঘষা লেগে ফিকে হয়ে গিয়েছে জৌলুস।অবশিষ্ট যা পড়ে রয়েছে, তা খানাখন্দে ভরা ইতিহাস।শান্তিকেতনে আশ্রম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা ছিল বোলপুরের রায়পুর জমিদার বাড়ির বা রাজবাড়ি।কারওর মুখে এটা একটা রাজবাড়ি,আবার কারওর মুখে জমিদারবাড়ি।
advertisement

বীরভূমের বোলপুর শান্তিনিকেতন থেকে কিছু দূরে অবস্থিত এই জমিদারবাড়ির বয়স প্রায় ২৫০ বছর।প্রশাসনিক নথি ঘাঁটলে দেখা যাবে, আনুমানিক প্রথম ১৫০ বছর এই বাড়ি বাসযোগ্য ছিল। ১৭৪০ সালে চন্দ্রকোনা থেকে নিজের পরিবার এবং এক হাজার তাঁতিকে নিয়ে বোলপুরে বসতি গড়েন জমিদার লালচাঁদ সিংহ।এরপরেই তার ঠিক ৪০ বছর পর, ১৭৮০ সালে লালচাঁদের ছেলে শ্যামকিশোর সিংহ জমিদারবাড়ি তৈরিতে হাত দেন।যে জমির উপর বাড়ি তৈরি হয়, সেটিকে নিয়ে আশপাশে প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমি ছিল তাঁদের।তার মধ্যে পাঁচ থেকে ছ’টি পুকুর ছিল।এখনও বেশ কয়েকটি পুকুর রয়েছে।

advertisement

রায়পুর জমিদারবাড়ির সঙ্গে দেবেন্দ্রনাথের সংযোগ খুঁজে পেয়েছেন গবেষকরাও। ৭০ দশকে ছাত্রাবস্থায় দেবেন্দ্রনাথের বসবাসের চিহ্নস্বরূপ ওই ঘর নিয়ে গবেষণা করেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন।ঘরের দেওয়ালে কিছু কিছু লেখা এবং দেবেন্দ্রনাথের স্বাক্ষর ছিল বলে জানান তিনি।কিন্তু বর্তমানে সেই সবের লেশমাত্র খুঁজে পাওয়া যাবেনা।ঘরটি এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

আরও পড়ুন : ব্লাড সুগারে সকালের জলখাবারে খান এই ৫ জিনিসের যে কোনও ১ টা! পালাবার পথ পাবে না ডায়াবেটিস!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিশ্ব দরবারে পৌঁছবে পুরুলিয়ার ঐতিহ্যের পলাশ ফুল! অনন্য উদ্যোগ জেলার ফুল চাষির
আরও দেখুন

একসময় বহু সিনেমার শুটিং হয়েছে। তার মধ্যে অন্যতম মৃণাল সেনের “খণ্ডহর” সিনেমা। আজ থেকে চার দশক আগে বোলপুরের অদূরে রায়পুর রাজবাড়িতে খণ্ডহর ছবির শ্যুটিং করেছিলেন বিখ্যাত পরিচালক মৃণাল সেন। তাই এ বার বোলপুর গেলে এই জায়গায় যেতে একদম ভুলবেন না কিন্তু।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip Destination: ঘরেই কাছে অচিনপুর! ২৫০ বছরের জমিদারবাড়িতে কথা বলে ইতিহাস! ঘুরে আসুন সপ্তাহান্তের ছোট্ট ছুটিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল