খড়্গপুরের কাছেই এই ছোট্ট ঝরনা। বর্ষায় জল বাড়ে, ফুলেফেঁপে ওঠে ঝর্ণা। খড়্গপুরের ডিমৌলি এলাকায় রয়েছে ভেটিয়া ওয়াটার ফলস। যদিও প্রকৃতি বিজ্ঞানীদের কাছে এটি ঝর্ণা নয়, তবে স্থানীয়রা একে ঝর্ণা বলে চেনে। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির জল পাথরের গা বেয়ে ঝরে পড়ছে… এই দৃশ্য মনে গেঁথে যায়। বর্ষার সময় থেকে দুর্গাপুজো পর্যন্ত জল থাকে এখানে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই ঝর্ণা দেখতে।
advertisement
কীভাবে পৌঁছবেন? ট্রেন, বাস কিংবা ছোট গাড়িতে পৌঁছতে পারবেন এখানে। ট্রেনে এলে আপনাকে নামতে হবে খড়্গপুর স্টেশনে। সেখান থেকে ছোট গাড়ি ধরে পৌঁছতে পারবেন ডিমৌলির ভেটিয়া ওয়াটারফলস-এ। খড়গপুর স্টেশন থেকে কেশিয়াড়িগামী বাসে চেপে ডিমৌলী বাস স্ট্যান্ডে নেমে, টোটো চেপেও পৌঁছে যেতে পারবেন এখানে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/UVnQQqYPdVa6Qga2A
রঞ্জন চন্দ