TRENDING:

Wedding Viral Video: নতুন বউ-এর চাঁদপানা মুখ দেখে ঠিক থাকতে পারলেন না বর, সকলের সামনেই যা করে বসলেন! ভাইরাল ভিডিও

Last Updated:

ভিডিওটি কয়েকদিন আগেই শেয়ার করা হয়েছে৷ তার মধ্যেই রীতিমতো ভাইরাল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় বিয়ে মানেই তো দারুণ হইচই, সঙ্গে খাওয়া দাওয়া৷ এর সঙ্গে জুড়েছে নাচ-গানের আসরও৷ বর-কনের বন্ধুরা মিলে চলে এই নাচ-গান৷ তবে এখন নতুন বর-বউ-ও রীতিমতো এতে অংশ নেন৷ কখনও বিয়ের সাজে বরের ভিডিও তো কখনও বউয়ের সাজে কনের ভিডিও ভাইরাল হয় আকছার৷ আর এমনই এক মজার ভিডিও ভাইরাল (Wedding Viral Video) হয়েছে বিয়ের আসরের! সুন্দরী বউকে দেখে ঠিক থাকতে না পেরে সকলের সামনেই যা করে বসলেন বর, তা দেখে তাজ্জব সবাই৷ লজ্জায় লাল নতুন বউ-ও৷
advertisement

বউয়ের জন্য মন্ডপে অপেক্ষা করছেন বর৷ এবার নতুন বউয়ের সাজে কনে ঢুকছেন বিয়ের আসরে৷ বউকে দেখে আনন্দে ফেটে পড়লেন বর৷ আর সঙ্গে সঙ্গে মারলেন সিটি! উচ্ছ্বাস ধরা পড়ল তাঁর চোখে মুখে৷ এবার পাত্রীও তেমন! তিনি পাল্টা শুরু করলেন নাচ৷ বন্ধুদের সঙ্গে নিয়ে৷ জমে উঠল বিয়ের আসর৷ এরপর বর-বউ মিলেই নাচতে শুরু করলেন একসঙ্গে৷ আর উপস্থিত সকলে সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করতেই ব্যস্ত রইলেন৷ কেউ কেউ আবার নাচের আসরে যোগও দিলেন!

advertisement

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দুলহনিয়া অ্যাকাউন্টটি থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি৷ মূলত বিভিন্ন বিয়েবাড়ির মজাদার ভিডিও শেয়ার করে থাকেন তারা৷ এই ভিডিওটি শেয়ার করে লেখা হয়, যখন বর বেশ উচ্ছ্বসিত এবং কনে তার থেকেও বেশি আনন্দে রয়েছেন, তখন এমন ঘটনা তো ঘটবেই!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

ভিডিওটি কয়েকদিন আগেই শেয়ার করা হয়েছে৷ তার মধ্যেই রীতিমতো ভাইরাল হয়েছে৷ ৩হাজারেরও বেশি লাইক পড়েছে এবং প্রচুর মানুষ নানা রকম কমেন্ট করছেন৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wedding Viral Video: নতুন বউ-এর চাঁদপানা মুখ দেখে ঠিক থাকতে পারলেন না বর, সকলের সামনেই যা করে বসলেন! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল