তাই রইল চটজলদি চুল বাঁধার কায়দা। যা একাই সেরে ফেলা যাবে সহজে। নিমন্ত্রিত তো বটেই। চাইলে এমন একটা চুল বেঁধে নিতে পারেন কনেও। অন্তত যে সব কনে চিরাচরিত প্রথায় বিয়ে করতে বা সাজতে পছন্দ করেন না, তাঁরা তো বটেই।
গোলাপ বিনুনি—
যদি কেউ তাঁর চুল স্ট্রেট বা কার্ল করতে চান বা ব্লো করতে চান তা হলে অবশ্যই প্রথমে একটি হিট প্রটেকট্যান্ট সেরাম বা স্প্রে ব্যবহার করে নেওয়া উচিত।
advertisement
এই চুলের কায়দাটি করা খুবই সহজ।
আরও পড়ুন: তৈলাক্ত ত্বক বলে দুঃখ পান! জানুন জ্যাকলিন কী ভাবে রূপ আগুন জ্বালিয়ে রাখেন!
প্রথমে আমরা যেমন করে সামনের চুল পিছনে নিয়ে বেঁধে ফেলি তেমন করে আঁচড়ে চুল পিছনে নিয়ে বেঁধে ফেলতে হবে। মনে রাখতে হবে এটা হবে অর্ধেকটা চুলে।
নিচের অংশের চুল একেবারে খোলা থাক।
এবার অর্ধেক চুল যেটা বাঁধা হয়েছে, সেটাতে একটা হালকা বিনুনি বেঁধে ফেলতে হবে। বিনুনির নিচেও ভাল করে গার্ডার এঁটে নিতে হবে।
আঙুল দিয়ে বিনুনির প্রতিটি স্ট্র্যান্ড একটু একটু করে ফাঁপিয়ে নিতে হবে। দেখতে অনেকটা ফোলা লাগবে।
আরও পড়ুন: বড়দিনে-বর্ষশেষে সারারাত পার্টি? সাবধান, হলিডে-হার্ট সিন্ড্রোমে হতে পারে মৃত্যু!
গোটা বিনুনিটাই গোল করে পেঁচিয়ে খোপার মতো করে মাথার পিছনে আটকে নিতে হবে ববি পিন দিয়ে। একেবারে পোঁটলা পাকিয়ে ফেললে হবে না। তাই করে পিন দিয়ে দিয়ে আটকে নেওয়াই ভাল। দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো লাগবে।
এবার নিচের খোলা অংশের চুলটা ভাল করে আঁচড়ে নিতে হবে। ইচ্ছে হলে স্ট্রেটনার ব্যবহার করা যেতে পারে। বা কার্লিংও করে নেওয়া যায়।
উপরের গোলাপ খোঁপায় পছন্দ মতো কোনও অ্যাকসেসারি বা তাড়া ফুল লাগিয়ে নেওয়া যেতে পারে। ফুল লাগালে একটু নিচু করে লাগানোই ভাল।