TRENDING:

বিয়ে বাড়ি? চট করে চুল বেঁধে তাক লাগিয়ে দিন এই ভাবে!

Last Updated:

রইল চটজলদি চুল বাঁধার কায়দা। যা একাই সেরে ফেলা যাবে সহজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সদ্য একটা বিয়ের মাস পেরিয়ে গেল। প্রায় প্রতি সন্ধ্যাই ছিল কারও না কারও নিমন্ত্রণ। আবার আগামী মাস থেকে শুরু হয়ে যাবে নিমন্ত্রণের পর্ব। আর বিয়ে বাড়ির সাজ মানেই সকলের থেকে আলাদা হওয়ার ইচ্ছে। অথচ, সব কাজ সেরে বিয়ে বাড়ি যাওয়ার জন্য হাতে সময়ও কম থাকে।
চুলের স্টাইল
চুলের স্টাইল
advertisement

তাই রইল চটজলদি চুল বাঁধার কায়দা। যা একাই সেরে ফেলা যাবে সহজে। নিমন্ত্রিত তো বটেই। চাইলে এমন একটা চুল বেঁধে নিতে পারেন কনেও। অন্তত যে সব কনে চিরাচরিত প্রথায় বিয়ে করতে বা সাজতে পছন্দ করেন না, তাঁরা তো বটেই।

গোলাপ বিনুনি—

যদি কেউ তাঁর চুল স্ট্রেট বা কার্ল করতে চান বা ব্লো করতে চান তা হলে অবশ্যই প্রথমে একটি হিট প্রটেকট্যান্ট সেরাম বা স্প্রে ব্যবহার করে নেওয়া উচিত।

advertisement

এই চুলের কায়দাটি করা খুবই সহজ।

আরও পড়ুন: তৈলাক্ত ত্বক বলে দুঃখ পান! জানুন জ্যাকলিন কী ভাবে রূপ আগুন জ্বালিয়ে রাখেন!

প্রথমে আমরা যেমন করে সামনের চুল পিছনে নিয়ে বেঁধে ফেলি তেমন করে আঁচড়ে চুল পিছনে নিয়ে বেঁধে ফেলতে হবে। মনে রাখতে হবে এটা হবে অর্ধেকটা চুলে।

নিচের অংশের চুল একেবারে খোলা থাক।

advertisement

এবার অর্ধেক চুল যেটা বাঁধা হয়েছে, সেটাতে একটা হালকা বিনুনি বেঁধে ফেলতে হবে। বিনুনির নিচেও ভাল করে গার্ডার এঁটে নিতে হবে।

আঙুল দিয়ে বিনুনির প্রতিটি স্ট্র্যান্ড একটু একটু করে ফাঁপিয়ে নিতে হবে। দেখতে অনেকটা ফোলা লাগবে।

আরও পড়ুন: বড়দিনে-বর্ষশেষে সারারাত পার্টি? সাবধান, হলিডে-হার্ট সিন্ড্রোমে হতে পারে মৃত্যু!

গোটা বিনুনিটাই গোল করে পেঁচিয়ে খোপার মতো করে মাথার পিছনে আটকে নিতে হবে ববি পিন দিয়ে। একেবারে পোঁটলা পাকিয়ে ফেললে হবে না। তাই করে পিন দিয়ে দিয়ে আটকে নেওয়াই ভাল। দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো লাগবে।

advertisement

এবার নিচের খোলা অংশের চুলটা ভাল করে আঁচড়ে নিতে হবে। ইচ্ছে হলে স্ট্রেটনার ব্যবহার করা যেতে পারে। বা কার্লিংও করে নেওয়া যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

উপরের গোলাপ খোঁপায় পছন্দ মতো কোনও অ্যাকসেসারি বা তাড়া ফুল লাগিয়ে নেওয়া যেতে পারে। ফুল লাগালে একটু নিচু করে লাগানোই ভাল।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিয়ে বাড়ি? চট করে চুল বেঁধে তাক লাগিয়ে দিন এই ভাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল