TRENDING:

Bridal Gown with Swarovski Crystals: স্বচ্ছ কাপড়ে গাঁথা ৫০ হাজার ৮৯০ টি দুর্মূল্য স্ফটিক! রেকর্ড ভেঙে চুরমার বিয়ের পোশাকে

Last Updated:

Bridal Gown with Swarovski Crystals: বিশ্বরেকর্ড তৈরি করা এই গাউন তৈরি স্বচ্ছ কাপড়ে৷ সুইটহার্ট নেকলাইনের পাশাপাশি আছে শরীরচাপা সিল্যুয়েট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ের গাউনে গাঁথা ৫০ হাজার ক্রিস্টাল বা স্ফটিক! অতীতের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে এই ব্রাইডাল গাউন৷ চলতি বছরের ১৪ এপ্রিল ইতালির মিলানে সি স্পোসাইতালিয়া কোল্লেজিওনি ফ্যাশন শো-এ আত্মপ্রকাশ করে এই পোশাক৷ চার মাস ধরে তৈরি করার পর অবশেষে প্রকাশ্যে আনা হয় পোশাকটিকে৷ ৫০ হাজার ৮৯০ টি সোয়ারোভস্কি ক্রিস্টাল গাঁথা এই ওয়েডিং গাউন ইতালির বিখ্যাত মিশেলা ফেরিয়েরো দোকানের৷ শৌখিন বিয়ের পোশাকের জন্য এই দোকানের নাম জগৎজোড়া৷
চার মাস ধরে তৈরি করার পর অবশেষে প্রকাশ্যে আনা হয় পোশাকটিকে৷
চার মাস ধরে তৈরি করার পর অবশেষে প্রকাশ্যে আনা হয় পোশাকটিকে৷
advertisement

বিশ্বরেকর্ড তৈরি করা এই গাউন তৈরি স্বচ্ছ কাপড়ে৷ সুইটহার্ট নেকলাইনের পাশাপাশি আছে শরীরচাপা সিল্যুয়েট৷ গাউনের সঙ্গে গ্লাভস বা দস্তানাও ছিল রত্নখচিত৷ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর তথ্য অনুযায়ী তিল তিল করে কয়েক মাস ধরে এই পোশাক তৈরি করা হয়েছে৷ ডিজাইনার প্রথমে প্যাটার্ন মেকারের সঙ্গে যোগাযোগ করেন৷ তার পর সেলাইয়ে দক্ষ বা সূচিশিল্পীরা পেশাদারদের হাতের সুনিপুণ ছোঁয়ায় তৈরি হয় গাউন৷ পোশাকের কাপড়ের মেটিরিয়াল ৫০ হাজার ক্রিস্টালকে ধরে রাখতে পারে, সেদিকেও নজর রাখা হয়েছে৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথমে মূল গাউন, তার পর কুঁচি এবং সবার পরে দস্তানায় বসানো হয় ক্রিস্টাল৷ এক একটি ক্রিস্টাল বসাতে সময় লেগেছে ২০০ ঘণ্টা৷ এর আগে তুরস্কের ডেন গেলিনলিঙ্ক মোডা তাসারিম সংস্থার তৈরি ওয়েডিং গাউনে বসানো হয়েছিল ৪৫ হাজার ২৪ টি ক্রিস্টাল৷ ইস্তাম্বুলের একটি নামী দোকানে ২০১১ সালে আত্মপ্রকাশ করেছিল এই পোশাক৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bridal Gown with Swarovski Crystals: স্বচ্ছ কাপড়ে গাঁথা ৫০ হাজার ৮৯০ টি দুর্মূল্য স্ফটিক! রেকর্ড ভেঙে চুরমার বিয়ের পোশাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল