TRENDING:

Madhyamik Result 2025: ব্রেইলের পাশাপাশি সঙ্গী অডিও রেকর্ডার! প্রতিকূলতাকে হারিয়ে মাধ্যমিকে নজরকাড়া সাফল্য ২ দৃষ্টিহীন ছাত্রের

Last Updated:

Madhyamik Result 2025: জেলা শাসক দিয়েছিলেন অডিও রেকর্ডার।তাতে বিভিন্ন পাঠ্য বইয়ের পড়া রেকর্ড করে দিয়েছিলেন শিক্ষকেরা।তাই শুনেই মাধ্যমিকে ৫০০ পার দুই দৃষ্টিহীন ছাত্রের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায়, বীরভূম: শুক্রবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়।মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেরা দশের তালিকা প্রকাশ করা হয়েছে। ৬৬ জন জায়গা পেয়েছে এই তালিকায়। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। অন্যান্য ছাত্রছাত্রীদের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীরা।তেমনই দু’জন দৃষ্টিহীন পরীক্ষার্থী।পড়াশোনা করার জন্য ব্রেইলই তাদের একমাত্র ভরসা।তবে মনের জোর আর চেষ্টা থাকলে মানুষ যে সব বাধা অতিক্রম করতে পারে, এ বার সেটাই প্রমাণ করল রঞ্জিত বাগদি ও রাহুল ওরাং।
দৃষ্টিহীন ছাত্র
দৃষ্টিহীন ছাত্র
advertisement

বীরভূমের লাভপুর ব্লকের বাসিন্দা ও সিউড়ির শ্রী অরবিন্দ স্কুল ফর সাইটলেসের ছাত্র রঞ্জিত বাগদি ও রাহুল ওরাং। তাদের সিট পড়েছিল বীরভূম জেলা স্কুলে।আর সেই পরীক্ষার ফলাফল বেরোতেই খুশির হওয়া স্কুলের শিক্ষক ও পরিজনদের মধ্যে।মাধ্যমিক পরীক্ষায় রঞ্জিত বাগদির প্রাপ্ত নম্বর ৫৩০। অন্যদিকে রাহুল ওরাং-এর প্রাপ্ত নম্বর ৫১৫ ।

advertisement

স্কুলের প্রধানশিক্ষক সন্দীপ দাস বলেন, “দৃষ্টিহীন ছাত্রদের পড়াশোনা সাধারণত ব্রেইল পদ্ধতিতে হলেও,মাধ্যমিকের অধিকাংশ পাঠ্য এবং রেফারেন্স বই ব্রেইলে কনভার্ট করা হয় না।স্বাভাবিকভাবেই এই বইগুলির বিষয়বস্তু শুনেই মনে রাখতে হয় ছাত্রদের।তার জন্য ২৬ জানুয়ারি বীরভূমের জেলাশাসক বিধান রায় সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রদের ২৬ জনকে দিয়েছিলেন অডিও রেকর্ডার। অন্যদিকে পরীক্ষার প্রথম দিনে সিউড়ির মহকুমা শাসক নিজের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে এসেছিলেন এই দু’জন ছাত্রকে।জেলাশাসকের দেওয়া অডিও রেকর্ডারে বিভিন্ন পাঠ্যবই এবং রেফারেন্স বইগুলির পড়া রেকর্ড করে দিয়েছিলাম আমরা।তাই শুনেই দুই ছাত্রের এই ফলাফল । খুব ভাল লাগছে তাদের এত ভাল ফল হওয়ায়।”

advertisement

আরও পড়ুন : রাতের আকাশ ফালাফালা হবে বিদ্যুতে! পড়বে কানফাটানো বাজ! আগামী ২ ঘণ্টায় ঝেঁপে শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়! ভিজবে কলকাতাও? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষের জীবনে আসল শক্তি হল ইচ্ছাশক্তি। তাই ইচ্ছাশক্তি প্রবল হলে যে কোনও বাধাই অতিক্রম করা যায়। তাই প্রমাণ করল দৃষ্টিহীন স্কুলের ছাত্ররা।”- তাদের এই সাফল্যের একদিকে যখন খুশি স্কুল কর্তৃপক্ষ, ঠিক তেমনই খুশি পাড়া প্রতিবেশীরা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Madhyamik Result 2025: ব্রেইলের পাশাপাশি সঙ্গী অডিও রেকর্ডার! প্রতিকূলতাকে হারিয়ে মাধ্যমিকে নজরকাড়া সাফল্য ২ দৃষ্টিহীন ছাত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল