রহস্যময়ী হয়ে উঠুন-
নিজের সম্পর্কে সব খুঁটিনাটি দিয়ে দেবেন না৷ বরং, শেয়ার করুন ধীরে ধীরে৷ অর্থাৎ নিজের ভাল লাগা, মন্দ লাগা প্রকাশ করুন সময় নিয়ে৷ আপনাকে ঘিরে থাকা রহস্যময় বৃত্ত প্রিয়তমকে আরও বেশি অনুসন্ধিৎসু করে তুলবে৷
আরও পড়ুন : দাগহীন মুখের জন্য কসমেটিক্স কিনে কিনে ক্লান্ত? মনেই পড়ে না কাঁচা দুধের কথা?
advertisement
প্রেমের প্রকাশ করুন-
কোনও বাধা না থাকলে সামাজিক মাধ্যমে প্রকাশ করুন প্রেমের অনুভূতি৷ জানান, প্রিয়তমর সঙ্গে সময় কাটাতে আপনার কতটা ভাল লাগে৷ আপনার অনুপস্থিতিতে সামাজিক মাধ্যমের স্মৃতির কোলাজ তাঁকে ছুঁয়ে যাবে৷
‘না’ বলুন-
সব সময় প্রেমিকের প্রস্তাবে হ্যাঁ বলবেন না৷ মাঝে মাঝে ‘না’ বলতেও শিখুন৷ তাহলে আপনার ব্যস্ততা ও কাজকেও তিনি সম্মান করবেন৷ আপনার অনুপস্থিতিতে গুরুত্ব দেবেন৷
আরও পড়ুন : চকোলেটের বাক্সে গুছিয়ে রাখা হত প্রেমপত্র, কেন ভালবাসার সঙ্গে জড়িয়ে গেল এই স্বাদ?
স্মৃতিটুকু থাক-
বয়ফ্রেন্ডের কাছে নয় রয়েই গেল আপনার কানের একপাটি দুল অথবা সুগন্ধি দেওয়া রুমাল৷ হয়তো ভুলেই ফেলে এলেন তাঁর গাড়িতে বা বাড়িতে৷ এতে তাঁর সময়যাপনে ‘আপনি’ জড়িয়ে থাকবেন আরও বেশি করে৷ ‘বাবা বেবি ও’ ছবিতে যেমন যিশু বুঁদ হয়ে ছিলেন শোলাঙ্কির ফেলে যাওয়া ক্লাচার নিয়ে৷
আরও পড়ুন : প্রেমের স্মারক চকোলেটের স্বাস্থ্যগুণও অঢেল, জেনে নিন এর উপকারিতা
পোশাকে মনকাড়া সুগন্ধি-
যখনই প্রেমিকের সঙ্গে দেখা করবেন আকর্ষণীয় পোশাক পরুন৷ সঙ্গী হোক মনকাড়া সুগন্ধি৷ এমন সুগন্ধি, যেন তার রেশ মনে ছড়িয়ে থাকে দীর্ঘ ক্ষণ৷