‘কাটে নেহি কাটতি ইয়ে দিন ইয়ে রাত ’ গানে মিস্টার ইন্ডিয়াতে নেচেছিলেন শ্রীদেবী ৷ এমনিতেই শ্রীদেবী যে গানেই নেচেছেন তার জনপ্রিয়তা আকাশছোঁওয়া হয়েছে ৷ তারমধ্যে দারুণ গুরুত্বপূর্ণ এই গান ৷ নীল শিফনে শ্রীদেবীর নাচ এখনও যুবা হৃদয়ে দোলা দেয় ৷ সেই গান নাচে অনুপ্রাণিত হয়েই এবার সোশ্যাল মিডিয়া কাঁপালেন এক মহিলা ৷ তবে বছর খানেক আগের ভিডিও হলেও সম্প্রতি Viral হয়েছে ৷
advertisement
যিনি নেচেছেন তাঁর নাচের একটা টুকরোই দেখা যাচ্ছে ৷ সেখানে মহিলার সামনে থেকে দেখা যাচ্ছে না- তাতে কী ৷ লাস্যে-সৌন্দর্যে মাতোয়ারা করেছেন মহিলা ৷ তাঁর পরণেও নীল শিফন শাড়ি৷ হাতের মুদ্রা থেকে কোমরের কাজ সবই একেবারে পারফেক্ট ৷ কয়েক লক্ষ এই ভিডিও দেখেছেন ৷
নিজের ঘরের মধ্যেই এই ডান্স আর্ট পারফর্ম করছেন মহিলা ৷ আশপাশে ঘরের সব সাজ-সরঞ্জাম দেখা যাচ্ছে ৷ ডান্স ওয়ান্স নামের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে এই নাচের ছবি ৷ ভিডিওটি শেয়ারও হয়েছে হাজারের বেশি ৷ উদ্ভিন্ন যৌবন প্রস্ফুটিত হচ্ছে এই ভিডিওর প্রতিটা মোমেন্টে ৷ ভিডিওটি মাত্র ৩০ সেকেন্ডের তাই দর্শকরাও বারবার দেখছেন এই ভিডিও ৷
আরও দেখুন