আরও পড়ুন - ফের নতুন গানের ভিডিও নিয়ে হাজির রাণু মণ্ডল, সোশ্যাল মিডিয়ায় সমলোচনার সুনামি, নিজেই শুনুন
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এরকমই একটা জন্মদিন সেলিব্রেশনের ভিডিও ৷ দু'জনের একেবারে ঘরোয়া মুহূর্ত হয়েছে ক্যামেরাবন্দি ৷ ভিডিওতে দেখা যাচ্ছে নিজের স্বামীকে সারপ্রাইজ দিচ্ছেন স্ত্রী ৷ নায়ক-নায়িকা সুলভ সাজসজ্জা পোশাকের বাহার নেই ৷ যা আছে সেটা হল আন্তরিকতা ৷ তাই জন্যেই এই ভিডিও দুই মানুষের সরল আন্তরিক ভালোবাসার ভিডিওতে আপন করে নিয়েছে ৷ ভিডিওটির ভিউ হয়েছে ৭৩ লক্ষ ৷ একেবারেই সত্যিই এই কথা ৷ শেয়ার হয়েছে ১২ হাজারের বেশি ৷ অথচ ভিডিওর শুরু থেকে সবটাই স্বাভাবিক ৷
advertisement
এই ভিডিও-র শিরোনামে আসার প্রধান কারণ এই সুপার ভাইরাল হওয়া ৷ ভিডিওতো এখনও ভাইরাল হয়, তবে এই ভিডিওতে কোনও সেলিব্রিটি না থেকেও ভীষণভাবে সুপার ভাইরাল ৷
আরও দেখুন