TRENDING:

#Viral: ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি’ - পরণে শাড়ি গানের তালে উদ্দাম নাচ, দেখুন ভিডিও

Last Updated:

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে গাইছেন জীবনের জয়গান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি :  অশীতিপর চেহারা, জীবনের দ্বিতীয় ইনিংসে খেলছেন এঁরা ৷ বয়স্কা ভদ্রমহিলাদের নিয়ে তৈরি একটি বৃদ্ধাবাস ৷ হোমটির নাম -মাদার ওল্ড এজ হোম ৷ নানা কারণে এই বৃদ্ধা মহিলাদের পরিবার এঁদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন ৷ ‘বৃদ্ধাশ্রম’ বললেই নচিকেতার বিখ্যাত গানটির কথা মনে পড়ে যায় ৷ যে গানটির পুরোটার মধ্যেই একটা অদ্ভুত বিষন্নতা কাজ করে ৷ যেখানে মনে হয় মায়েদের বৃদ্ধাবাসে দেওয়া একটা অন্যায় ,সেখানে শুধুই কষ্ট আর চোখের জল নিয়ে তাঁদের বাঁচতে হয় ৷ কিন্তু এই ধারণাই যে একমাত্র বাস্তব নয় তার প্রমাণ এই ভিডিওটি ৷
advertisement

বৃদ্ধাশ্রমে সাধারণত বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলাদের সার্বিক যত্ন নেওয়া হয় ৷ খাওয়াদাওয়া, চিকিৎসার পাশাপাশি তাঁরা যাতে খুশি থাকতে পারেন, যাতে আনন্দে থাকতে পারেন তার জন্য নানা কাজ করেন ৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বৃদ্ধাশ্রম নয় আনন্দাশ্রমের ছবি ৷ যেখানে একজন গায়ক গান গাইছেন ৷ সেখানে তাঁর গানের তালে নেচে চলেছেন বৃদ্ধারা ৷ না কোনও বিদেশের ছবি ৷ একেবারে আপনার মা-ঠাকুমার মতোই এঁরা ৷ পরণে শাড়ি নেই কোনও আলট্রামর্ডান পোশাক ৷ শরীর বয়সের ভারে নুব্জ ৷ কিন্তু ‘দিল তো বাচ্চা হ্যায় জি’৷

advertisement

এই ভিডিওটি আপলোড করা হয়েছে কালাকারস পেজ থেকে ৷ ভিডিওটি শেয়ার হয়েছে ৪ হাজার ৷ আর ভিউ হয়েছে চার লক্ষ ৷ সত্যিই বয়স তুমি এদের কাছে হার মেনেছ ৷ এদের জীবনবোধ আর পাঁচজনকে বাড়তি ইন্সপিরেশন দিতে পারে ৷

আরও দেখুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি’ - পরণে শাড়ি গানের তালে উদ্দাম নাচ, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল