TRENDING:

পরণে সাদা থান, অশীতিপর বৃদ্ধার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ধরিয়ে দেওয়া হল ঝাঁটা, দেখুন Viral Tiktok ভিডিও

Last Updated:

নির্মল আনন্দের জন্য খালি Tiktok দেখেন, এ ভিডিও আপনার জন্য নয়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  সোশ্যাল মিডিয়া সমাজের দর্পণ ৷ সেখানে কখনও কারোর ব্যক্তিগত স্কিলের ণৈপুণ্য থাকে কখনও আবার থাকে আনন্দের ,উচ্ছ্বাসের মুহূর্ত ক্যামেরাবন্দি ৷ এইসবের হাত ধরেই, জন্মদিন সেলিব্রেশন, বিয়ের বিভিন্ন অনুষ্ঠান এইসব এই ভার্চুয়াল মিডিয়ামের হাত ধরে তুমুল জনপ্রিয়তা লাভ করে ৷ তবে এই সবের পাশাপাশি অনেক সময় সামাজিক বার্তা দেওয়ার বিভিন্ন ভিডিও-য় পপুলার হয় ৷
advertisement

এরকমই একটি টিকটক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় কার্যত দাপট দেখাচ্ছে ৷ যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা ভদ্রমহিলাকে দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে ৷ সেই অশীতিপর বৃদ্ধা বয়সের ভারে বেঁকে গেছেন , পরণে সাদা থান ৷ প্রথমেই দেখা যাচ্ছে বৃদ্ধা কাপড় কাচছেন তাঁকে এক যুবক আরও এক পুঁটলি কাপড় বাড়তি কাচতে দিয়ে এল৷ এরপর দেখা যাচ্ছে বৃদ্ধা উঠোনে লাঠি হাতে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছেন , ছেলেটি ফের তাঁর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ঝাঁটা ধরিয়ে দিল ৷ এরপরে তাঁকে ফাঁকা একটি থালায় কিছু একটা অযত্ন করে খেতে দেওয়া হল ৷ দেখে নিন সেই মর্মবিদারী ভিডিওটি ৷ আসলে সমাজের এটা একটা ঘৃণ্য সত্যি ৷ যেখানে প্রবীণদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়, তাদের দিয়ে অমানবিক শ্রম করানো হয় ৷ এই টিকটক ভিডিও কোনও চটুল নাচগানের মুহূর্তের আনন্দের স্রোতে ভেসে যাওয়ার ভিডিও নয় ৷ এই ভিডিও সকলকে একবার মনে করিয়ে দেওয়ার যে পরিবারে আপনারও বয়স্ক মানুষ আছে, তিনি এই অবিচারের শিকার নন  তো ৷ দেখে নিন Viral Tiktok video টি ৷

advertisement

@sijil_alathur

just acting only#1mauditionmalayalam #pkdz #plkd #malluguys #mallu_guys #dute

♬ original sound - sijil alathur

advertisement

এই ভিডিও যে প্রোফাইল থেকে শেয়ার হয়েছে টিকটকে সেই হ্যান্ডেলের নাম sijil alathur ৷ এই প্রোফাইলের ফলোয়ার ৭৭ লক্ষ ৷তিনি নিজের এই ভিডিওতে লিখে দিয়েছেন এটি শুধুমাত্র টিকটকের জন্যেই শ্যুট করা হয়েছে ৷ আসলে বার্তা দেওয়ার জন্য রুঢ় হতে হয় ৷ এই ভিডিও-র লাইক ২২ লক্ষ ৷ কমেন্ট হয়েছে ৩২ হাজার ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরণে সাদা থান, অশীতিপর বৃদ্ধার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ধরিয়ে দেওয়া হল ঝাঁটা, দেখুন Viral Tiktok ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল