TRENDING:

পরণে সাদা থান, অশীতিপর বৃদ্ধার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ধরিয়ে দেওয়া হল ঝাঁটা, দেখুন Viral Tiktok ভিডিও

Last Updated:

নির্মল আনন্দের জন্য খালি Tiktok দেখেন, এ ভিডিও আপনার জন্য নয়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  সোশ্যাল মিডিয়া সমাজের দর্পণ ৷ সেখানে কখনও কারোর ব্যক্তিগত স্কিলের ণৈপুণ্য থাকে কখনও আবার থাকে আনন্দের ,উচ্ছ্বাসের মুহূর্ত ক্যামেরাবন্দি ৷ এইসবের হাত ধরেই, জন্মদিন সেলিব্রেশন, বিয়ের বিভিন্ন অনুষ্ঠান এইসব এই ভার্চুয়াল মিডিয়ামের হাত ধরে তুমুল জনপ্রিয়তা লাভ করে ৷ তবে এই সবের পাশাপাশি অনেক সময় সামাজিক বার্তা দেওয়ার বিভিন্ন ভিডিও-য় পপুলার হয় ৷
advertisement

এরকমই একটি টিকটক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় কার্যত দাপট দেখাচ্ছে ৷ যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা ভদ্রমহিলাকে দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে ৷ সেই অশীতিপর বৃদ্ধা বয়সের ভারে বেঁকে গেছেন , পরণে সাদা থান ৷ প্রথমেই দেখা যাচ্ছে বৃদ্ধা কাপড় কাচছেন তাঁকে এক যুবক আরও এক পুঁটলি কাপড় বাড়তি কাচতে দিয়ে এল৷ এরপর দেখা যাচ্ছে বৃদ্ধা উঠোনে লাঠি হাতে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছেন , ছেলেটি ফের তাঁর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ঝাঁটা ধরিয়ে দিল ৷ এরপরে তাঁকে ফাঁকা একটি থালায় কিছু একটা অযত্ন করে খেতে দেওয়া হল ৷ দেখে নিন সেই মর্মবিদারী ভিডিওটি ৷ আসলে সমাজের এটা একটা ঘৃণ্য সত্যি ৷ যেখানে প্রবীণদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়, তাদের দিয়ে অমানবিক শ্রম করানো হয় ৷ এই টিকটক ভিডিও কোনও চটুল নাচগানের মুহূর্তের আনন্দের স্রোতে ভেসে যাওয়ার ভিডিও নয় ৷ এই ভিডিও সকলকে একবার মনে করিয়ে দেওয়ার যে পরিবারে আপনারও বয়স্ক মানুষ আছে, তিনি এই অবিচারের শিকার নন  তো ৷ দেখে নিন Viral Tiktok video টি ৷

advertisement

@sijil_alathur

just acting only#1mauditionmalayalam #pkdz #plkd #malluguys #mallu_guys #dute

♬ original sound - sijil alathur

advertisement

এই ভিডিও যে প্রোফাইল থেকে শেয়ার হয়েছে টিকটকে সেই হ্যান্ডেলের নাম sijil alathur ৷ এই প্রোফাইলের ফলোয়ার ৭৭ লক্ষ ৷তিনি নিজের এই ভিডিওতে লিখে দিয়েছেন এটি শুধুমাত্র টিকটকের জন্যেই শ্যুট করা হয়েছে ৷ আসলে বার্তা দেওয়ার জন্য রুঢ় হতে হয় ৷ এই ভিডিও-র লাইক ২২ লক্ষ ৷ কমেন্ট হয়েছে ৩২ হাজার ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরণে সাদা থান, অশীতিপর বৃদ্ধার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ধরিয়ে দেওয়া হল ঝাঁটা, দেখুন Viral Tiktok ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল