গৌরবের Tiktok অ্যাকাউন্টের ফলোয়ার ৭০ লক্ষেরও বেশি ৷ আর বিভিন্ন ভিডিও মিলিয়ে তার পেজের লাইক প্রায় আট কোটি! বিশ্বাসযোগ্য হতে অসুবিধা হলেও এটাই পরিসংখ্যানগতভাবে সত্যি ৷
দেখে নিন সাম্প্রতিক যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে লাইক ৪৮ লক্ষ ৷ তাতে সাড়ে সাত হাজারের বেশি কমেন্ট আছে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে বিরাটের মতো দেখতে গৌরব একটি পার্কের রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন ৷ তার সামনে দিয়ে একটি ছেলে-মেয়ে হেঁটে যাচ্ছে ৷ সেখানে গৌরবের অনিচ্ছাকৃতভাবে ধাক্কা লেগে যায় মেয়েটির সঙ্গে ৷ এরপর মেয়েটির সঙ্গে থাকা বয়ফ্রেন্ড সপাটে চড় মারে, তখন মেয়েটির হাত নিজের গালে নিয়ে এগালে ওগালে চড় খায় বিরাটের মতো দেখতে গৌরব ৷ তারপর কাঁদতে কাঁদতে পায়ের কাছে বসে যায় ৷ আবেগের একবারে সুপারডুপার ডোজ দিয়ে সকলকে মাত করে দিচ্ছেন ‘টিকটকের বিরাট কোহলি’ ৷দেখে নিন Tiktok -র বিরাটের সেই ভাইরাল ভিডিও ৷
advertisement
@gauravarora_5Plz wapas aaja yr dikshachoudhary8 princenagi2 #foryou♬ original sound - James Tamang.61
এর আগেও গৌরবের একাধিক টিকটক ভিডিও ভাইরাল হয়েছে,
#মুম্বই : জন্মদিনে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি ৷ ভূটানের পাহাড়ে স্ত্রী অনুষ্কাকে নিয়ে একান্ত মুহূর্তে অধিনায়ক বিরাট ৷ এই মুহূর্তে ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলছে, যার প্রথম T20 ম্যাচে ভারতকে হারতেও হয়েছে ৷ বিরাটের জন্মদিনে শুভেচ্ছা আসছে সব জায়গা থেকে ৷ তবে বিরাটের জন্মদিনের গরম বাজারে হঠাৎই ভাইরাল Tiktok ভিডিও ৷ এমনিতে বিরাট -অনুষ্কা দু‘জনেই বিন্দাস টাইপের , তা বলে একেবারে টিকটক ভিডিও করছেন তা জানতে উসখুস সোশ্যাল মিডিয়ায় ৷
আর বুলেটের গতিতে ভাইরালও হয়েছে ভিডিও ৷ সেই ভিডিও দেখলে সত্যিই চমক লাগে ৷ আর ভিডিও এক বা দুই নয়, একাধিক ৷
আসলে এর নাম গৌরব আরোরা ৷ ইনি দীর্ঘদিন ধরেই টিকটকের প্ল্যাটফর্মে ভিডিও করে আসছেন বিরাটের জন্মদিন হওয়ার সুবাদে ফের একবার ট্রেন্ডিং হয়েছে তাঁর ভিডিও ৷
আরও দেখুন