এই ভার্চুয়াল সোশ্যাল মিডিয়াম এখন দারুণ জনপ্রিয় ৷এখানে কোনও ভিডিও ভাইরাল হওয়া মানে তা লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে যাওয়া ৷ এই অবস্থায় রোহিত দাস নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট হয়েছে ৷ যার ভিউ ইতিমধ্যেই ১৭ মিলিয়ন ছাড়িয়েছে অর্থাৎ ১ কোটি ৭৭ লক্ষ ভিউ হয়েছে৷ আর ভিডিওটিতে লাইকের সংখ্যা সাড়ে পাঁচলক্ষেরও বেশি৷ দেখে নিন সেই ঝড়ের গতিতে ভাইরাল ভিডিওটি ৷
advertisement
@rohitdas3188♬ original sound - khilesh shing rajput
ভিডিওটিতে দেখা যাচ্ছে মাঠে একাধিক পোষ্য ছাগল রাখা রয়েছে, তাদের মুখ মাস্কে ঢাকা ৷ আর নেপথ্যের গানটি আবার দেশওয়ালি ভোজপুরি গানের সুরে ৷ তবে গানের কথা পুরোটাই করোনাকে তাড়ানোর সচেতনতা নিয়ে ৷ এভাবে মাস্ক পরালে পশুরা আদৌ নিরাপদ থাকতে পারে কিনা তার অবশ্য কোনও বিজ্ঞানসম্মতভিত্তি নেই৷ তাও এভাবেও যদি সবাই নিজের জ্ঞাতব্য কর্তব্যটা কারোর থেকে জানতেও আগ্রহী হয় তাহলে এই ভিডিওকে ভাইরাল বলার পাশাপাশি সামজিকভাবে দায়বদ্ধও বলা যেতে পারে ৷
