আরও পড়ুন- করোনা আক্রান্ত হলে কেন চলে যায় গন্ধ শোঁকার ক্ষমতা? জানালেন গবেষকরা
২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে গ্যালিলি মেডিক্যাল সেন্টারে (GMC) করোনা আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ১,১৭৬ জন রোগীর উপর এই গবেষণা করা হয়। ভিটামিন ডি-এর অভাব (20 ng/mL-এর কম) থাকা রোগীদের কোভিড সংক্রমণ ও আশঙ্কার সম্ভাবনা যাদের ভিটামিন ডি বেশি (40 ng/mL-এর বেশি) তাদের থেকে ১৪ গুণ বেশি।
advertisement
গুরুত্বপূর্ণ বিষয়, পর্যাপ্ত ভিটামিন ডি যাদের ছিল সেই রোগীদের মৃত্যুহার ছিল ২.৩ শতাংশ, উল্টোদিকে ভিটামিন ডি-এর ঘাটতি (Vitamin-D Deficiency) হওয়া রোগীদের ক্ষেত্রে মৃত্যুর হার ২৫.৬ শতাংশ।
বয়স, লিঙ্গ, ঋতু (গ্রীষ্ম/শীতকালীন), দীর্ঘস্থায়ী রোগভোগ সবকিছুকে মিলিয়েই এই গবেষণা করা হয় যার ফলাফল বলছে শরীরে কম ভিটামিন ডি স্তর রোগের তীব্রতা এবং মৃত্যুহার বাড়াতে পারে।
“আমাদের প্রাপ্ত ফলাফল থেকে এটাই বলা যায় যে শরীরে ভিটামিন ডি-এর স্বাভাবিক মাত্রা বজায় রাখা বাঞ্ছনীয়। যারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের জন্য এটা উপকারী,” বলেন গ্যালিলি মেডিকেল সেন্টার এবং বার-ইলান ইউনিভার্সিটির আজরিয়েলি ফ্যাকাল্টি অফ মেডিসিনের ডাঃ অ্যামিয়েল ড্রর। তিনি আরও বলেন, “স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে নিয়মিত ভিটামিন ডি (Vitamin-D Deficiency) গ্রহণের জন্য সকলেই একমত।”
আরও পড়ুন- যৌনসুখ কমাতে সেলাই করে দেওয়া হয় যোনিপথ! ঘৃণ্য প্রথার বিরুদ্ধে গর্জে ওঠার দিন আজ
গবেষণায় অংশগ্রহণকারী এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ আমির বাশকিন বলেন, “বিশেষত কোভিড-১৯ মহামারীর ক্ষেত্রে এটা ঠিকই যে পর্যাপ্ত ভিটামিন ডি শ্বাসকষ্টজনিত অসুস্থতাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে।”
গবেষণার সহ-লেখক অধ্যাপক মাইকেল এডেলস্টেইন বলেন, “কোভিড-১৯ এর আক্রান্ত হলে সমস্যাগুলিকে বাড়িয়ে তুলে মৃত্যুর দিকেও ঠেকে দিতে পারে রোগীর ভিটামিন ডি-এর ঘাটতি।”