ভ্রমণপিপাসু মানুষ বরাবরই নিত্য নতুন জায়গার খোঁজ করে। তবে সারাদিনের কচকচানি, অফিসের ব্যস্ততা কিংবা পারিবারিক চাপ কাটাতে অন্তত বেশ কয়েক ঘন্টা কাটাতে পারবেন এখানে। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কাশিপুর গ্রাম পঞ্চায়েতের বাঁকা খাল সংলগ্ন এই শাল জঙ্গল। বর্ষার এই সময়ে জমে থাকা জল বেয়ে চলে আপন বেগে। সেখানেই মাছ ধরেন সাধারণ মানুষেরা। বিশেষ জাল পেতে সেই মাছ ধরার দৃশ্য এক অসাধারণ লাগে। শুধু তাই নয়, গভীর জঙ্গলে এক দারুণ রোমাঞ্চ।
advertisement
আরও পড়ুনঃ যেমন দেখতে-তেমনই নাম! বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের নাম কে দিল জানেন? অদ্ভুত এই ইতিহাস শুনে চমকে উঠবেন
পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে মাত্র ৭-৮ কিলোমিটারের দূরত্বে এই জঙ্গল। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় সবুজে ঘেরা। কাছেপিঠে ঘুরে দেখার জন্য এবং বনভোজনের জন্য এই জায়গা খুব দারুণ। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে শেয়াল, শাল জঙ্গলের মধ্য দিয়ে সরু রাস্তা, দুপুরেও গা ছমছমে পরিবেশ। দিনের শেষে নিজেকে হালকা করতে চাইলে রোমাঞ্চে ঘেরা এই জঙ্গল ঘুরে দেখতে পারেন। কীভাবে পৌঁছবেন সেখানে? বেলদা থেকে সরিষা মোড় হয়ে আহার মুণ্ডা পৌঁছে সেখান থেকে মাত্র দু-কিলোমিটার দূরেই এই জায়গা। অন্যদিকে, নারায়ণগড় চাতুরিভাড়া থেকে কাশিপুর এসে সেখান থেকে সামান্য কিছুটা দূরে এই জঙ্গল।
প্রতিদিনই স্থানীয় এলাকার যুবক-যুবতীরা এখানে আসেন ঘুরে দেখার জন্য। শুধু তাই নয়, বড়দিন কিংবা নববর্ষে এখানে বহু মানুষ ভিড় জমান পিকনিক করার জন্য। স্বাভাবিকভাবে নিজের ক্লান্তি একটু রেহাই দিতে অবশ্যই বেশ কয়েক ঘন্টা ঘুরে আসতে পারে এখান থেকে। মন ভাল হয়ে যাবে আপনার।