TRENDING:

কয়েক কোটি টাকার নিলামে উঠল ভাইরাল ভিডিও 'চার্লি বিট মাই ফিঙ্গার', কি আছে তাতে !

Last Updated:

পুরনো ভিডিওটিতে তিন বছরের হ্যারি নিজের আঙুল এক বছরের চার্লির মুখে দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#Charlie Bit My Finger: ছোটদের কার্যকলাপ সব সময়ে আনন্দ দেয়। অনেক বাবা-মা রয়েছেন যাঁরা তাঁদের সন্তানের ছোট থেকে বেড়ে ওঠার নানা কার্য-কলাপ সোশ্যাল মাধ্যমে শেয়ার করে থাকেন। আর ভিউয়ার্সদের পছন্দ হলে তা দেদার ভাইরাল হয়। এমনই একটি ১৪ বছর আগের আপলোড করা YouTube ভিডিও এবার নিলাম হতে চলেছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ভাইরাল ভিডিও চার্লি বিট মাই ফিঙ্গার (Charlie Bit My Finger)। YouTube-এ ভিডিওটির ভিউ-এর সংখ্যা ৮৮০ মিলিয়নের বেশি। জনপ্রিয় এই ভিডিওটি YouTube থেকে একজনের কাছে বিক্রি করা হবে বলে ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ মে ভিডিওটির নিলাম অনুষ্ঠিত হবে। নন-ফানজিবল টোকেন (Non-Fungible Token) বা এনএফটি-এর (NFT) ভিত্তিতে নিলামে উঠবে ভিডিওটি। যিনি মালিক হবেন তিনি ভিডিওটির প্যারোডি সংস্করণ তৈরির সুযোগ পাবেন। এতে অভিনয় করবেন মূল ভিডিওতে থাকা হ্যারি ও চার্লি। পুরনো ভিডিওটিতে তিন বছরের হ্যারি নিজের আঙুল এক বছরের চার্লির মুখে দেয়। তখন চার্লি আঙুলে কামড় দিলে হ্যারির প্রতিক্রিয়া ছিল ‘চার্লি বিট মাই ফিঙ্গার’। সঙ্গে ছিল চার্লির হাসি।
advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গত মাসে ‘Disaster Girl’ নামে পরিচিত জো রথ-এর (Zoe Roth) বানানো মিমের আসল ছবি প্রায় হাফ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছিল।এনএফটি হ'ল এক শিল্পীর ডিজিটাল স্বাক্ষরের সঙ্গে এনক্রিপ্ট করা অনন্য ডিজিটাল সম্পদ, এর মালিকানা এবং সত্যতা যাচাই করে ডিজিটাল সামগ্রীটিকে শিল্প হিসাবে বিক্রি করার অনুমতি দেয়। এনএফটি কপিরাইট ধরে রাখায় মালিক তার নিজের অধিকার হারায় না। ফলে একটা মেয়াদের পর আবার তার ভার্চুয়াল শিল্প বিক্রি করা যায়। এনএফটি একটি ডিজিটাল সম্পদ যা মূলত মালিকানা এবং সত্যতার নিজস্ব শংসাপত্র হিসাবে কাজ করে। বর্তমানে TikTok ভিডিও এনএফটি-র মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ভাইরাল ভিডিও স্টার নাথান অ্যাপোডাকা (Nathan Apodaca) তাঁর জনপ্রিয় স্কেটবোর্ডিং TikTok এনএফটি-র মধ্যে তালিকাভুক্ত করেছেন। যার দাম নিলামের সময়ে ৫০০,০০০ ডলার থেকে থেকে শুরু হবে!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কয়েক কোটি টাকার নিলামে উঠল ভাইরাল ভিডিও 'চার্লি বিট মাই ফিঙ্গার', কি আছে তাতে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল