TRENDING:

Viral Video: ক্লাস না করে মদের আসরে ছাত্রছাত্রীরা! চুমু, অশ্লীল নাচ ও মদে মত্ত তারা ! ভাইরাল ভিডিও দেখে কড়া ব্যবস্থা

Last Updated:

Viral Video: কী কাণ্ড! স্কুল-কলেজ খুলতেই ক্লাস বাঙ্ক শুরু। পাবে গিয়ে অশ্লীল নাচ, চুমু ও মদে মেতে উঠল ছাত্রছাত্রীরা। ভাইরাল ভিডিওতে সমালোচনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইন্দোর:  করোনা ভাইরাসের জন্য প্রায় দেড় বছরের বেশি সময় বন্ধ ছিল দেশের স্কুল-কলেজ (Viral Video)। তবে ভ্যাকসিনের ডবল ডোজ হয়ে যাওয়ার পর খুলে দেওয়া হয় স্কুল-কলেজ। কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী ও কড়া নিয়ম মেনেই রোজ চলছে স্কুল-কলেজ। স্কুল-কলেজ প্রতিদিন দু'বার করে স্যানিটাইজ করা। মাস্ক পরা। দূরত্ব মেনে সিটে বসা। এসব কিছু মেনেই খুলেছে সব কিছু। এর মধ্যেই ফের ভয় দেখাতে শুরু করেছে ওমিক্রন। এখন ভবিষ্যত কোনদিকে যাবে বলা মুশকিল।
advertisement

তবে করোনায় এই দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ থাকায়(Viral Video) ছাত্র-ছা্ত্রীদের মধ্যে স্কুলে আসার প্রবণতা অনেকটাই কমেছে। কী কারণে ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে চাইছে না তা নিয়ে সমীক্ষাও শুরু হয়েছে। এর মধ্যেই এক ভিডিও সামনে এসেছে যা নিয়ে তোলপার হয়েছে সোশ্যাল মিডিয়া।

ভিডিওটি ইন্দোরের। সম্প্রতি একদল(Viral Video) ছাত্র-ছাত্রী কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। কিন্তু তারা কেউ কলেজ যায় না। সকলে মিলে চলে যায় একটি পাবে। সকলের বয়স ১৮ বছরের কম। সেখানে গিয়ে মদ খায় তারা। শুধু তাই নয় ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে-মেয়েরা চুমু খেতে মত্ত। সকলেই নেশায় মত্ত। ভিডিওতে দেখা যাচ্ছে নিজেদের প্রেমিকা বা বান্ধবীকে কোলে তুলে নাচছে ওই কলেজের ছাত্ররা। সকলের সামনেই ঠোঁটে ঠোঁট চেপে চুমু খেতে ব্যস্ত তারা। করোনার জন্য বাড়ির বাইরে বেরোতে পারেনি অনেকেই।

advertisement

আরও পড়ুন: হাসপাতালেই বসেছে মদের আসর! মাতাল হয়ে নাচছেন ডাক্তাররা !

সেরা ভিডিও

আরও দেখুন
৭২ ফুটের জগন্নাথ মন্দিরে ২২ ফুটের মা কালী! মালদহে এবার নজর কাড়তে প্রস্তুত 'এই' কালীপুজো
আরও দেখুন

কিন্তু যেই খুলেছে স্কুল-কলেজ। ওমনি বাড়ি(Viral Video) থেকে বাইরে যাওয়ার অবাধ স্বাধীনতা এসে গিয়েছে ছাত্র-ছাত্রীদের হাতে। ব্যস আর যাবে কোথায়। কলেজের ক্লাস বাঙ্ক করে সোজা পাবে গিয়ে নেশা ও যৌনতায় মেতে উঠেছে তারা। এই ভিডিও সামনে আসতেই কড়া ব্যবস্থা নিয়েছে স্কুল কতৃপক্ষ। প্রত্যেক ছাত্র ছাত্রীকে সনাক্ত করা হয়েছে ভিডিও দেখে। এছাড়াও কারা কারা সেদিন ওই পাবে পার্টি করতে গিয়েছিল, তা বের করা হয়েছে কলেজের তরফে। প্রত্যেককে কলেজের তরফ থেকে কড়া শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হব।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: ক্লাস না করে মদের আসরে ছাত্রছাত্রীরা! চুমু, অশ্লীল নাচ ও মদে মত্ত তারা ! ভাইরাল ভিডিও দেখে কড়া ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল