মজা করে নেটিজেনরা বলছেন, কনের নেকলেসের লকেটে আকারে হার মানায় ডিনার প্লেটকেও। এতটাই বড়, যে এক ট্রে খাবার সেখানে ধরে যাবে। বিয়ের অনুষ্ঠানে ভারী সোনার গয়না পরার চল থাকলেও এই ভাইরাল ছবি কিন্তু সোনার গয়নার জন্যই সমালোচিত। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন চড়া মেক আপ নিয়েও।
আরও পড়ুন : প্রেয়সীর বয়স ৬৬, পঞ্চম বার বিয়ে করতে চলেছেন ৯২ বছর বয়সি মিডিয়া সম্রাট রুপার্ট মার্ডক
advertisement
শেষ পর্যন্ত এমনই নিন্দার ঝড় ওঠে, ওই মেক আপ শিল্পী কমেন্ট সেকশন নিষ্ক্রিয় করে দেন। এখন চেষ্টা করলেও পুরনো মন্তব্য আর পড়া যাবে না। তবে এই ছবিটাই এখনও পর্যন্ত তাঁর অ্যাকাউন্টে ভিউজ ছাপিয়েছে ৪৮ লক্ষ। ১ লক্ষ ১৪ হাজার লাইক পেয়ে এটাই তাঁর পেজে সবথেকে জনপ্রিয় ভিডিও।
এর আগেও তিনি অনেক বার ওয়েডিং ভিডিও, ব্রাইডাল রিল শেয়ার করেছেন। কিন্তু কোনওটাই এত বেশি ভিউজ পায়নি। আবার এতটা সমালোচিতও হয়নি।