পোশাক যা-ই হোক না কেন, তরুণীর দৃপ্ত ও সপ্রতিভ পদক্ষেপে অভিভূত নেটিজেনরা ৷ বিকিনিদের মাঝে বেমানান তো লাগলই না ৷ বরং নেট দুনিয়ার মত, সকলের নজর কেড়ে নিয়েছেন তিনিই, তাঁর ভারতীয় পোশাকের সাজে ৷ তাঁদের মতে, আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আপনার পরিচয় বহন করে স্বদেশের সংস্কৃতি ৷ পোশাক সেই সংস্কৃতির অন্যতম বাহক ৷ ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি ৷
advertisement
আরও পড়ুন : দোষের মধ্যে গেট খুলতে দেরি! নিরাপত্তারক্ষীকে তীব্র গালিগালাজ করে গ্রেফতার মহিলা, ভাইরাল ভিডিও
সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিকিনিসুন্দরীদের মাঝে ভারতীয় সাজে সৈকতে হেঁটে যাচ্ছেন ওই তরুণী ৷ তাঁর পরিচয় বা কোথায় তিনি এই ‘প্রাচ্য পদচারণা’ করেছেন, তা এখনও জানা যায়নি ৷ তবে নেটিজেনদের ধারণা, তিনি ক্যামেরাবন্দি হয়েছেন বিদেশের কোনও সমুদ্রসৈকতেই ৷ বিকিনিপরিহিতা পর্যটকদের মাঝে তিনি যেন হিসেবের উলটপুরাণ ৷
আরও পড়ুন : করালবদন হিংস্র হাঙরকে খালি হাতে ধরলেন যুবক! নিমেষে ভাইরাল ভিডিও
ট্যুইটারে এখনও পর্যন্ত এই ভিডিওটি ৯৯ হাজারে বেশি ভিউজ পেয়েছে ৷ শেয়ার করা হয়েছে অগণিত বার ৷ পরিস্থিতির চাপে নিজের পছন্দ থেকে সরে না আসার জন্য ওই তরুণীকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা ৷ তাঁদের মতে তিনি সৎ থেকেছেন নিজের রুচির কাছেই ৷