TRENDING:

পরনে শাড়ি? নাকি লেহঙ্গা? সৈকতে একঝাঁক বিকিনিসুন্দরীদের মাঝে ভারতীয় সাজে তরুণীর ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video : পোশাক যা-ই হোক না কেন, তরুণীর দৃপ্ত ও সপ্রতিভ পদক্ষেপে অভিভূত নেটিজেনরা ৷ বিকিনিদের মাঝে বেমানান তো লাগলই না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমুদ্রসৈকতে নীল আকাশ আর ফেনিল জলের পাশে বিকিনিসুন্দরীদের দেখতেই অভ্যস্ত আমাদের চোখ ৷ সেই চেনা ছবিই ছিল ৷ হঠাৎই এমন এক ঘটনা ঘটল যা দেখে শুধু দর্শক বা নেটিজেনরা নন, চমকে গেলেন বিকিনিতন্বীরাও ৷ কারণ তাঁদের মাঝ দিয়ে হেঁটে গেলেন আর এক তরুণী ৷ তবে তাঁর পরনে ভারতীয় পোশাক ৷ মাথায় লম্বা ওড়না ৷ কারওর মতে তিনি পরে আছেন শাড়ি ৷ আবার কারওর মতে, তিনি পরে আছেন লেহঙ্গা আর ওড়না ৷
তরুণীর দৃপ্ত ও সপ্রতিভ পদক্ষেপে অভিভূত নেটিজেনরা ৷
তরুণীর দৃপ্ত ও সপ্রতিভ পদক্ষেপে অভিভূত নেটিজেনরা ৷
advertisement

পোশাক যা-ই হোক না কেন, তরুণীর দৃপ্ত ও সপ্রতিভ পদক্ষেপে অভিভূত নেটিজেনরা ৷ বিকিনিদের মাঝে বেমানান তো লাগলই না ৷ বরং নেট দুনিয়ার মত, সকলের নজর কেড়ে নিয়েছেন তিনিই, তাঁর ভারতীয় পোশাকের সাজে ৷ তাঁদের মতে, আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আপনার পরিচয় বহন করে স্বদেশের সংস্কৃতি ৷ পোশাক সেই সংস্কৃতির অন্যতম বাহক ৷ ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি ৷

advertisement

আরও পড়ুন : দোষের মধ্যে গেট খুলতে দেরি! নিরাপত্তারক্ষীকে তীব্র গালিগালাজ করে গ্রেফতার মহিলা, ভাইরাল ভিডিও

সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিকিনিসুন্দরীদের মাঝে ভারতীয় সাজে সৈকতে হেঁটে যাচ্ছেন ওই তরুণী ৷ তাঁর পরিচয় বা কোথায় তিনি এই ‘প্রাচ্য পদচারণা’ করেছেন, তা এখনও জানা যায়নি ৷ তবে নেটিজেনদের ধারণা, তিনি ক্যামেরাবন্দি হয়েছেন বিদেশের কোনও সমুদ্রসৈকতেই ৷ বিকিনিপরিহিতা পর্যটকদের মাঝে তিনি যেন হিসেবের উলটপুরাণ ৷

advertisement

আরও পড়ুন :  করালবদন হিংস্র হাঙরকে খালি হাতে ধরলেন যুবক! নিমেষে ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ট্যুইটারে এখনও পর্যন্ত এই ভিডিওটি ৯৯ হাজারে বেশি ভিউজ পেয়েছে ৷ শেয়ার করা হয়েছে অগণিত বার ৷ পরিস্থিতির চাপে নিজের পছন্দ থেকে সরে না আসার জন্য ওই তরুণীকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা ৷ তাঁদের মতে তিনি সৎ থেকেছেন নিজের রুচির কাছেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরনে শাড়ি? নাকি লেহঙ্গা? সৈকতে একঝাঁক বিকিনিসুন্দরীদের মাঝে ভারতীয় সাজে তরুণীর ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল