TRENDING:

Viral Video: পাঞ্জাবি গানে এরোব্রিজেই তুমুল নাচ দুই বিমানসেবিকার ! ভিডিও সুপার ভাইরাল

Last Updated:

SpiceJet air hostess dances on passenger bridge: এবার স্পাইসজেটের দু’জন কেবিন ক্রু-কে দেখা গিয়েছে এরোব্রিজের মধ্যে নাচতে ৷ ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন বিমানসেবিকা হলেন উমা মীনাক্ষী (Uma Meenakshi), যিনি আগেও বিভিন্ন ইনস্টা রিল (Insta Reel) বানিয়ে নেটিজেনদের কাছে পপুলার হয়ে উঠেছিলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শ্রীলঙ্কার গায়িকার গান ‘মানিকে মাগে হিতে’-তে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিলেন ইন্ডিগোর এক বিমানসেবিকা ৷ তিনি যেন কেবিন ক্রু-দের জন্য একটি ‘ট্রেন্ড’ সেট করে দিয়েছেন ৷ কারণ তারপর থেকে বহু বিমানসেবিকাকেই দেখা গিয়েছে বিমানের ভিতরে হোক কিংবা বিমানবন্দরে, বিভিন্ন ইনস্টা রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে (SpiceJet air hostess dances on passenger bridge) ৷
Photo: Instagram
Photo: Instagram
advertisement

আরও পড়ুন- বিমানের টিকিটের দাম শুরু মাত্র ১৪০০ টাকা থেকে! বেশ কিছু রুটে দুর্দান্ত অফার ইন্ডিগোর

এবার স্পাইসজেটের দু’জন কেবিন ক্রু-কে দেখা গিয়েছে এরোব্রিজের মধ্যে নাচতে ৷ ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন বিমানসেবিকা হলেন উমা মীনাক্ষী (Uma Meenakshi), যিনি আগেও বিভিন্ন ইনস্টা রিল (Insta Reel) বানিয়ে নেটিজেনদের কাছে পপুলার হয়ে উঠেছিলেন ৷ এবার নাচলেন একটি পাঞ্জাবি গানে ৷ তবে এবার অবশ্য তিনি একা নন, সঙ্গে ছিলেন তাঁর এক সহকর্মীও ৷

advertisement

মিকি সিং এবং জনিতা গান্ধির গাওয়া পাঞ্জাবি গান ‘না না’-তে নেচে চমকেই দিয়েছেন দুই বিমানসেবিকা (Punjabi song titled 'Na Na', originally sung by Mickey Singh and Jonita Gandhi) ৷ নিজেদের অবসর সময়ে এখন ইনস্টা রিল বানাতে পছন্দ করেন অনেকেই ৷ কারণ সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই লাইকস, কমেন্টে ভরে যায় ৷  ইনস্টা রিল নিয়ে বর্তমান তরুণ সমাজের মধ্যে আগ্রহ অনেক বেশি ৷ প্রত্যেকেই চাইছেন, কোনও বিখ্যাত ডায়লগ হোক কিংবা গান-নাচ করে ইনস্টা রিল বানাতে এবং সেগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আপলোড করতে ৷

advertisement

আরও পড়ুন- পুরনো দিনেই ফিরল ভিড়ে ঠাসা মহানন্দা নদীর ঘাট, কোথাও ছট পুজোর জন্য বেছে নেওয়া হল বাড়ির ছাদ

সেরা ভিডিও

আরও দেখুন
এই মিষ্টি না থাকলে, লক্ষ টাকার নৈবেদ্যেও অসম্পূর্ণ! কালীপুজোয় 'মাস্ট' কী সেই জিনিস?
আরও দেখুন

বিমানসেবিকারা হয়তো এব্যাপারে কয়েক ধাপ বাকিদের চেয়ে এগিয়েই রয়েছেন ৷ কারণ ডিউটিতে থাকাকালীন ইউনিফর্ম পরেই নাচতে অনেক কেবিন ক্রু-কেই এর আগে দেখতে পাওয়া গিয়েছে ৷ ভবিষ্যতে আরও বেশি পরিমাণে এমন ভিডিও দেখতে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: পাঞ্জাবি গানে এরোব্রিজেই তুমুল নাচ দুই বিমানসেবিকার ! ভিডিও সুপার ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল