TRENDING:

Viral video : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা

Last Updated:

Viral Video: কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দরে এই ভিডিও মন জয় করেছে নেটিজেনদের৷ একরত্তির নাম বীর অর্জুন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : সিআইএসএফ বাহিনীর (CISF) জওয়ানদের স্যালুট করছে এক খুদে ৷ কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দরে এই ভিডিও মন জয় করেছে নেটিজেনদের৷ একরত্তির নাম বীর অর্জুন৷ চার বছর বয়সি এই শিশু বিমানবন্দর চত্বরে বাবার সঙ্গে হেঁটে যাচ্ছিল৷ সে সময়েই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্সের জওয়ানদের কর্তব্যরত অবস্থায় দেখে সে৷ হঠাৎ চলতে চলতে থেমে যায় শিশু৷ জওয়ানদের দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে জানায় অভিবাদন৷ উত্তরে তাকেও হাসিমুখে পাল্টা অভিবাদন জানান জওয়ান৷ সামাজিক মাধ্যমে এই ভিডিও এখন ভাইরাল৷
advertisement

আরও পড়ুন : ডায়েটে রাখুন মরসুমি ফল আতা, দূরে থাকুন একাধিক জটিল সমস্যা থেকে

বীরের বাবা অর্জুন ভিডিওটি পোস্ট করেন ট্যুইটারে৷ তার পর এটি ভাইরাল হতে সময় লাগেনি৷ সংবাদমাধ্যমে অর্জুন জানিয়েছেন, গত ১৮ অক্টোবর বিমানবন্দরে ভিডিওটি তুলেছেন বীরের মা ৷

আরও পড়ুন : চায়ের পাতা থেকে পেয়ালায় পড়ে থাকা না খাওয়া চা ফেলে না দিয়ে লাগান ঘরসংসারের হরেক কাজে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ
আরও দেখুন

রবিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ভিডিওটি রিপোস্ট করেন৷ লেখেন, ‘‘শ্রদ্ধা এবং দেশাত্মবোধ শেখা যায় অল্প বয়সেই’’৷ শেয়ার করার পর থেকে ভিডিওর ভিউজ ছাপিয়েছে ৪.৩ লক্ষ৷ এসেছে শতাধিক মন্তব্য৷ এক শ্যেনদৃষ্টির নেটিজেন লিখেছেন, যিনি চালকের আসনে ছিলেন তিনিও খুদেকে পাল্টা অভিবাদন করেন৷ ভিডিওটিকে এক কথায় ‘বিস্ময়কর’ বলতে দ্বিধা করেনি ট্যুইটারেত্তিরা৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral video : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল