TRENDING:

Viral Video: ১০ বছর ধরে শুধু ঘাস, পাতা ও কাঠ খেয়েই দিব্যি বেঁচে এই ব্যক্তি ! ভিডিও ভাইরাল

Last Updated:

Madhya Pradesh man eats leaves for 10 years: এই খাবার দিনের পর দিন খেয়ে কীভাবে বেঁচে রয়েছেন ভুরা যাদব, তা ভেবেই অবাক হচ্ছেন প্রত্যেকে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল:  অধিকাংশ মানুষের প্রতিদিনকার খাদ্যের তালিকাতেই থাকে ভাত, রুটি এবং শাক-সবজি ৷ এটাই স্বাভাবিক ৷ কিন্তু কখনও শুনেছেন ভাত-রুটি, সবজি বা মাছ-মাংসের বদলে কেউ প্রতিদিন ঘাস, পাতা এবং কাঠ খাচ্ছেন (Grass and Leaves) ! নিশ্চয় না ৷ মধ্য প্রদেশের শাহডোল জেলার করকটী গ্রামে সম্প্রতি এমন এক অদ্ভূত ব্যক্তিরই সন্ধান পাওয়া গিয়েছে, যিনি প্রতিদিন এগুলোই খান ৷ নাম ভুরা যাদব শাহডোল ৷ তাঁর ঘাস, পাতা এবং কাঠ খাওয়ার ভিডিও এখন ভাইরাল (Viral Video Of Bhura Yadav) !
Bhura Yadav Shahdol
Bhura Yadav Shahdol
advertisement

জানা গিয়েছে, এগুলি গত ১০ বছর ধরেই খেয়ে আসছেন ভুরা (Bhura Yadav Shahdol) ৷  দিব্যি চিবিয়ে চিবিয়ে ঘাস, পাতা খান ৷ আর তাও কাঁচাই ৷ গ্রামের মানুষরাও তাঁকে ঘাস, পাতা খেতে দেখতেই অভ্যস্ত ৷ খিদে পেলেই এগুলি খেয়ে নেন তিনি ৷ অন্য কিছু খাবারের কথা ভাবতেও পারেন না ভুরা যাদব !

advertisement

আরও পড়ুন-অনলাইনে ড্রাগ বিক্রির মামলায় অ্যামাজন কর্তাদের গ্রেফতারের দাবি ব্যবসায়ী সংগঠনের !

অবিশ্বাস্য মনে হলেও সত্যি ৷ গত ১০ বছর ধরে এই খাবার খেতে খেতে এখন অভ্যস্ত ভুরা ৷ ভাত-রুটি বা অন্য যে কোনও খাবার তাঁর ইচ্ছেও করে না আর খেতে ৷ কারণ প্রতিদিনকার খাদ্যের তালিকায় ঢুকে পড়েছে এগুলোই ৷ আর তা খেয়েই দিব্যি রয়েছেন ভুরা যাদব ৷

advertisement

ছোটবেলার থেকেই ঘাস, পাতা খাওয়ার অভ্যাস ছিল তাঁর ৷ খেতেন কাঠও ৷ ছোটবেলার থেকেই দারিদ্র্যই ভুরার সঙ্গী ৷ দু’বেলা পেট ভরে খাবার খাওয়াও কঠিন ৷ তাই ধীরে ধীরে ঘাস, পাতা খেতে খেতেই এখন অভ্যাস হয়ে গিয়েছে ভুরা যাদবের ৷ আর অন্য কিছু খেতে ইচ্ছাও করে না তাঁর ৷ এতদিন ধরে এই সব খেয়ে কোনও সমস্যাও হয়নি ৷ কোনও রোগও সেভাবে খাবার থেকে হয়নি বলে জানিয়েছেন ভুরা ৷ ঘাস, পাতা এবং কাঠ- দিব্যি খেয়ে হজম করছেন তিনি !

advertisement

আরও পড়ুন- ডিজের আওয়াজে হার্ট অ্যাটাকে মারা গেল ৬৩ মুরগি; ফার্ম মালিকের এফআইআর দায়ের!

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

চিকিৎসকরাও ভুরার এই খাদ্যাভাস দেখে অবাক ৷ তাদের মতে, এ সব জিনিস পেটের ভিতরে গিয়ে হজম হয় না। এর পুষ্টিগুণও নেই। কিন্তু এই খাবার দিনের পর দিন খেয়ে কীভাবে বেঁচে রয়েছেন ভুরা, তা ভেবেই অবাক হচ্ছেন প্রত্যেকে !

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: ১০ বছর ধরে শুধু ঘাস, পাতা ও কাঠ খেয়েই দিব্যি বেঁচে এই ব্যক্তি ! ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল