সাধারণত অবাঙালি বিয়েতে বর শেরওয়ানি পরেন৷ এমনই রীতি৷ এর সঙ্গে মাথায় পরেন এক ধরণের মুকুট যাকে শেরা বলে৷ এই শেরায় মাথা থেকে বুক পর্যন্ত ঢাকা থাকে বরের৷ মূলত ফুলের মালা দিয়ে এই শেরা তৈরি হয়৷ কখনও গোলাপের সঙ্গে রজনীগন্ধা বা জুঁই দিয়ে তৈরি হয় এই শেরা৷ ঘোরার পিঠে চেপে শেরওয়ানি আর শেরা পরে বর আসেন বিয়ের আসরে৷ তবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে বরের শেরা দেখেই সকলে অবাক (Groom Video Viral)!
advertisement
বিয়ের আসরে কনের লজ্জায় লাল হওয়ার ভুরি ভুরি উদাহরণ রয়েছে৷ তবে বরের কম৷ কিন্তু এই পাত্রের যেন লজ্জায় লাল হয়েছে সারা শরীর৷ তাই তো এমন শেরা তিনি পরেছেন যা মুখ থেকে পুরো শরীর ঢেকে তাঁর! এতটাই লম্বা তাঁর শেরা যে পা পর্যন্ত পৌঁছে গিয়েছে৷ ছুঁয়েছে পা! তাই এমন সাজে বরকে খুবই মজাদার লাগছে, এমনই বক্তব্য বিয়ে বাড়িতে উপস্থিত সকলের৷ এমনকী ভিডিও সামনে আসতে নেটিজেনরাও খুব মজা পয়েছেন৷ তাই তো এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে৷ দেখুন আপনিও৷