ঘটনাটি ঘটে তুলসী বিবাহের অনুষ্ঠানে এটা তুলসী-র সঙ্গে বিষ্ণুর বিয়ের অনুষ্ঠান৷ এই বছরের নভেম্বরে ১৫ নভেম্বর৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে উর্বশী স্টেজে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন৷ এমন সময় একজন পুরুষ তাঁর পিছন দিকে উঠে গিয়ে এক ড্রাম টাকার বান্ডিল ঢেলে দিল তাঁর ওপর৷ একটা সময় দেখা যাচ্ছে হারমোনিয়ামের ওপর , তার চারপাশেও পড়েছিল প্রচুর নোট৷ তিনি হাত দিয়ে টাকাগুলি (Money) সরিয়ে নিজের মতো গান গাইছিলেন৷
advertisement
আরও পড়ুন - School Time Change: এক সপ্তাহের মধ্যেই ফের ক্লাসের সময়সীমায় বদল, শনিবার কোন ক্লাস নয় বিস্তারিত জানুন
আরও পড়ুন - বিয়ে প্রতিশ্রুতি দিয়ে Physical Relationship, প্রেমিক বিয়েতে না বলায় Suicide কিশোরীর, আরও যা করল সে
উর্বশী একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের এই ভিডিওটি শেয়ার করেছেন৷ সকলকে তিনি অসামাণ্য ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি এই ভিডিওতে আরও পাঁচটা ট্যাগের সঙ্গে মানি রেন (money rain) হ্যাশট্যাগও দিয়েছিলেন৷ এই ভিডিওর লোকেশন দেওয়া আছে আহমেদাবাদ৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
ফ্যানরা এই ভিডিওকে কমেন্ট করে ভরিয়ে দিচ্ছে৷ কেউ আবার বলেছেন, ‘‘আতলা পিসা নু সু করু৷ ’’ অর্থাৎ এত টাকা নিয়ে কী করবে৷ এছাড়াও আরও লেখেন, ‘‘আপনার গলায় জাদু আছে৷ ’’ কেউ আবার মলহার রাগ অর্থাৎ বর্ষার বিশেষ রাগের কথা লিখেছেন৷
গুজরাতি মিউজিক ইন্ডাস্ট্রির এখন অত্যন্ত বড় তারকা উর্বশী৷ তাঁর জনপ্রিয় গান দ্বারিকা, ভাবনা ফেরা, নাগর নন্দ জি৷ তাঁর ফ্যান ফলোয়িংও প্রচুর৷ তাঁর নিজের বায়োতে তিনি নিজেকে ‘কুইন অফ গুজরাতি ফোক ’ বলেন৷
তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর নানা পারফরম্যান্সের ছোট ছোট ভিডিও রাখা থাকে৷ তিনি গুজরাতের বিভিন্ন ভ্যেনুতে পারফরম্যান্স করেন৷