এ আবার কেমন ক্যাফে ৷ নতুন কিছু করতে গিয়ে এমন খারাপ আইডিয়া কার ! এমন প্রশ্নই তুলেছেন নেটিজেনরা একাংশ ৷ কারণ ক্যাফের কোনও বিশেষ অংশে নয় ৷ সব জায়গাতেই জলে থইথই করছে ৷ সেখানে শয়ে শয়ে মাছ কিলবল করছে ৷ টেবল-চেয়ারও তার মধ্যেই কিছুটা দূরে দূরে রাখা হয়েছে ৷ এমন ভিডিও দেখে সবারই প্রশ্ন, এভাবে খাওয়া যায় !
advertisement
আরও খবর-সাপকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন তরুণী ! সুপার ভাইরাল ভিডিও
আরও খবর- বিয়ের আসরে রেগে লাল কনে, বরকে ছুড়ে মারলেন খাবার! দেখুন ভাইরাল ভিডিও
ক্যাফেটি অবশ্য কোথাকার সেটি স্পষ্ট নয় ভিডিওতে ৷ তবে নেটিজেনরা অনেকেই অনেক প্রশ্ন করেছেন ৷ কারো কারোর মতে এই জলের মধ্যে খাবার পড়লে মাছগুলির জন্য মোটেই ভালো নয় ৷ বিষাক্ত হয়ে উঠবে পরিবেশ ৷ আর সবাই পা ডুবিয়ে এখানে খেতে বসতে নাও চাইতে পারেন ৷ কারণ পুরো ব্যাপারটাই খুব অস্বস্তিকর বলে মনে করেছেন অনেকে ৷ একজন ইউজারের সরাসরি কমেন্ট, ‘‘কেউ খেতে আসবে না এখানে ! ক্যাফের টেবিলগুলি ফাঁকাই থাকবে...৷’’ অনেকে আবার বিদ্যুৎ নিয়েও ভয় পাচ্ছেন ৷ কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে ৷