টুপি পরার সময় আমারা সকলেই দেখেছি তার চারপাশে একাধিক ছিদ্র বা ফুটো থাকে। শুধু ছিদ্র নয়, সেই সকল ছিদ্রের চারপাশে অনেক সময় ধাতব পাতও দেখা যায়। কিন্তু কেন দরকার পড়ে টুপিতে এই ছিদ্র। টুপি মধ্যে ছিদ্র থাকার একাধিক কারণ রয়েছে। তারমধ্যে অন্যতম প্রধান কারণ হল, টুপি অনেক সময় এমন কাপড় দিয়ে তৈরি হয় যা দিয়ে হাওয়া প্রবেশ করতে পারেনা। সেই টুপি দীর্ঘক্ষণ পরে থাকলে মাথায় হাওয়া খেলেনা। ফলে চুলের ক্ষতি হয়। ঘাম হতে থাকে। মাথার অংশ গরম হতে থাকে। যা থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা খুব বেশি।
advertisement
আরও পড়ুনঃ KKR: লজ্জার হারের পর এখনও প্লে অফে যেতে পারে কেকেআর! কিন্তু কীভাবে? রইল বিস্তারিত তথ্য
আগেকার দিনে টুপিতে এই ছিদ্র থাকত না। তাই মাথা বেশি পরিমাণে ঘামত। আর ছিদ্র থাকলে গরম হওয়া বা প্রবল ঘাম হওয়া থেকে দূরে থাকা যায়। হাওয়া খেলার ফলে চুলেরও ক্ষতি হয়না। মাথার টুপিতে ঢাকা অংশ ঠান্ডাও থাকে। গরমে অস্বস্তি অনেক কম হয়। টুপিতে থাকা এই ছিদ্রগুলিকে কী বলা হয় তাও অজানা অনেকের। এই ছিদ্রগুলিকে বলা হয়ে থাকে আইলেট। স্বস্তি দেওয়ার পাশাপাশি টুপিতে চারিদিকে ফুটো থাকার আরও একটি কারণ স্টাইল স্টেটমেন্ট। যা টুপির লুকসকে আকর্ষণীয় করে তোলে।