TRENDING:

Viral Fever-Dengue: ভাইরাল জ্বর না ডেঙ্গি! বুঝবেন কী করে? বাঁচার উপায় কী? জানুন চিকিৎসকের মত

Last Updated:

Viral Fever-Dengue: জ্বর হলেই প্যারাসিটামল খাচ্ছেন? সাবধান আগে বুঝুন আপনার জ্বরটা আসলে কী? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  পরিবর্তনের সময় ঠান্ডালাগা, সর্দি, কাশি, জ্বর প্রায় সকলেরই হয়। প্রতি বছরই এই ধরনের অসুখ কাবু করে আমাদের। বেশির ভাগ সময়ই এই ধরনের অসুস্থতা খুব সহজে একজনের থেকে অন্য জনের মধ্যে ছড়িয়ে পড়ে। কিছু সতর্কতা মেনে চললে অবশ্য রক্ষা পাওয়া সম্ভব। যেমন নিয়মিত হাত ধোয়া, স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং সংক্রামিত ব্যক্তির থেকে খানিকটা দূরত্ব বজায় রাখা প্রয়োজন। প্রতিষেধক টিকাও জনস্বাস্থ্যের উপর অসুখের প্রভাব কম করতে পারে।
advertisement

ড. বাত্রা’স গ্রুপ অফ কোম্পানিজ –এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎস, ড. মুকেশ বাত্রা বলেন, ‘নির্দিষ্ট ঋতুতে বা মহামারীর প্রেক্ষিতে এই ধরনের ভাইরাল জ্বর চিন্তার কারণ বৈকী! সম্প্রতি দিল্লি এনসিআর, মহারাষ্ট্র এবং কর্ণাটকের বাসিন্দাদের মধ্যে ব্যাপক ভাইরাল ফ্লুয়ের খবর মিলেছে, যাঁদের কোভিড-এর মতো লক্ষণ রয়েছে।’

আরও পড়ুন: ঘরে বসেই করে নিন হেয়ার স্মুদনিং, কেরাটিন ট্রিটমেন্ট! খরচ মাত্র দশ টাকা!

advertisement

কানেক্ট অ্যান্ড হিল,  অ্যা কাডেমি অফ ফ্যামিলি ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া-র চিকিৎসক ড. মোহাম্মদ ইদ্রিস শরিফ বলেন, ‘সম্প্রতি যে ভাইরাল জ্বর ছড়িয়ে পড়ছে তা অনেকটা ডেঙ্গির মতো অসুস্থ করছে। লক্ষণগুলি ডেঙ্গির মতো হলেও রিপোর্টে ডেঙ্গি দেখা যাচ্ছে না। এর কারণ হয়ত ভাইরাস তার ক্ষমতা বাড়িয়ে ফেলেছে।’

ভাইরাল জ্বরের লক্ষণ কী কী—

advertisement

তাপমাত্রা বৃদ্ধি। কখনও জ্বর আসে, কখনও চলে যায়। কয়েক সপ্তাহ ধরে এমন চলতে পারে। খুব বেশি জ্বরে প্যারাসিটামল কাজ নাও করতে পারে।

ক্রমাগত মাথাব্যথা।

অত্যধিক ক্লান্তি বা দুর্বল ভাব।

পেশী এবং গাঁটের ব্যথা।

কাশি, সর্দি বা নাক বন্ধ, গলা ব্যথা।

ডিহাইড্রেশন।

এই সব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ খেতে হবে। বিশেষত, ১০ বছরের কম বয়সী শিশু এবং বয়স্ক ব্যক্তি ও ডায়াবেটিসে আক্রান্তদের বিশেষ সতর্ক থাকতে হবে।

advertisement

আরও পড়ুন: 

কীভাবে নিরাপদ থাকা সম্ভব—

১. মশার কামড় থেকে বাঁচতে হবে।

২. ডাক্তারি পরীক্ষা এবং প্রেসক্রিপশন ছাড়া কোনও ওষুধ খাওয়া যাবে না।

৩. চিকিৎসকের মুখোমুখি হয়েই নিজের স্বাস্থ্যের কথা বলতে হবে। গুরুতর অসুস্থতায় কখনই টেলি মেডিসিন ব্যবহার করা নিরাপদ নয়। সন্দেহ হলেই চিকিৎসকের কাছে যেতে হবে।

advertisement

৪. বেশি করে পানীয় গ্রহণ করতে হবে। সঙ্গে সুষম খাদ্য ও বিশ্রাম প্রয়োজন।

৫. হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে ভাল করে হাত ধুতে হবে নিয়মিত। হাঁচি বা কাশির সময় রুমাল বা টিস্যু দিয়ে নাক, মুখ ঢেকে নেওয়া দরকার।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৬. প্রতিষেধক নেওয়া দরকার।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Fever-Dengue: ভাইরাল জ্বর না ডেঙ্গি! বুঝবেন কী করে? বাঁচার উপায় কী? জানুন চিকিৎসকের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল