TRENDING:

Viral Chaiwala from Pakistan: রাতারাতি ভাইরাল হন! সেই পাকিস্তানি চাওয়ালা এখন কোথায়? কী করছেন? জানলে চমকে যাবেন

Last Updated:

Viral Chaiwala from Pakistan: ২০১৬ সালে রাতারাতি সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি৷ আলোকচিত্রী জিয়া আলি তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর জিরো থেকে হিরোর তকমা পেয়েছিলেন পাকিস্তানের নীলচক্ষু চাওয়ালা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০১৬ সালে রাতারাতি সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি৷ আলোকচিত্রী জিয়া আলি তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর জিরো থেকে হিরোর তকমা পেয়েছিলেন পাকিস্তানের নীলচক্ষু চাওয়ালা৷ ৭ বছর পর ফের শিরোনামে ফিরে এসেছেন চাবিক্রেতা আরশাদ খান৷ এখন লন্ডনেও একটি ক্যাফের মালিক তিনি৷ অতীতে ভাইরাল হওয়া এই তরুণ ইস্ট লন্ডনের ইলফর্ড এলাকায় একটি ক্যাফে খুলেছেন৷ মূলত ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি প্রধান এই এলাকায় আরশাদের ক্যাফে খুবই জনপ্রিয়৷ ট্রাক আর্ট, দেশজ ছবিতে এই ক্যাফে সাজানো হয়েছে ধাবার মতো করে৷
২০১৬ সালে রাতারাতি সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি
২০১৬ সালে রাতারাতি সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি
advertisement

লন্ডনে তাঁর রেস্তরাঁর খবর জানিয় আরশাদ বলেন, ‘‘লন্ডনের ক্যাফেতে আমি নিজের হাতে অনুরাগীদের চা তৈরি করে দিতে উদগ্রীব৷ লন্ডনে আসার অসংখ্য আমন্ত্রণ পেয়েছি৷ আমাদের প্রথম আন্তর্জাতিক চায়ের ক্যাফে খুলে গিয়েছে লন্ডনের ইলফোর্ড লেনে৷ অনুরাগীদের ঘিরে উন্মাদনা তুঙ্গে৷ দুরানি ব্রাদার্সের সঙ্গে হাত মিলিয়ে এই ক্যাফে শুরু করলাম ওই এলাকায়৷ কারণ বসবাসকারী ভারতীয় ও পাকিস্তানিরা চা খেতে খুবই ভালবাসেন৷ আমি নিজে খুব শীঘ্র লন্ডনে যাব৷’’

advertisement

সাত বছর আগে ভাইরাল হওয়ার পর অজস্র অভিনয় এবং মডেলিংয়ের অফার পান আরশাদ৷ বিনোদন দুনিয়ায় সংক্ষিপ্ত পদচারণার পর চাবিক্রির ব্যবসাকেই আপন করে নেন আরশাদ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

২০২০ সালে ইসলামাবাদে ‘ক্যাফে চায়ওয়ালা রুফটপ’ নামে প্রথম ক্যাফে খোলেন তিনি৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন ‘চায়ওয়ালা’ নাম তাঁর খুবই পছন্দ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Chaiwala from Pakistan: রাতারাতি ভাইরাল হন! সেই পাকিস্তানি চাওয়ালা এখন কোথায়? কী করছেন? জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল