TRENDING:

এল 'ভায়াগ্রা আইসক্রিম' ! এবার আইসক্রিমেই যৌনতা !

Last Updated:

এল 'ভায়াগ্রা আইসক্রিম' ! এবার আইসক্রিমেই যৌনতা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: এবার আইসক্রিম খেলেই যৌনতা তুঙ্গে! না! কোনও গল্পকথা নয়! বাস্তব! ব্রিটেনের এক আইসক্রিম নির্মাণকারী সংস্থা তৈরি করেছে 'ভায়াগ্রা আইসক্রিম'। প্রতিটি স্কুপে রয়েছে ২৫ মিলিগ্রাম ভায়াগ্রা। দু'টো স্কুপ মানেই শরীরে ঢুকছে ৫০ মিলিগ্রাম ভায়াগ্রা যা তীব্র কাম বাসনা জাগাতে যথেষ্ট।
advertisement

কিন্তু এত ফ্লেভার থাকতে হঠাৎ 'ভায়াগ্রা আইসক্রিম' কেন? এর পিছনে রয়েছে একটা ঘটনা! সাউথ ওয়েলসের এক নামিদামী হেভিওয়েট ব্যক্তি খেয়ালবশত তাঁর বন্ধুদের কথা দেন, পার্টিতে 'ভায়াগ্রা আইসক্রিম' খাওয়াবেন! বিত্তবানের খামোখা খেয়াল আর কী! এদিকে কথা তো দিয়ে দিয়েছেন! কিন্তু পাবেন কোথায়?

শেষমেশ মুখ রক্ষা করতে দ্বারস্থ হলেন এই আইসক্রিম কোম্পানির। তারা তাঁর আর্জি অনুযায়ী বানালেন অভিনব এই আইসক্রিম। রেসিপি শেফ চার্লি হ্যারি ফ্র্যান্সিসের। যৌনতা জাগাতে তিনি মিশিয়েছেন ভায়াগ্রা আর স্বাদে ঝটকা আনতে রয়েছে শ্যামপেন। এক কথায় নেশার কম্বো!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আরও পড়ুন-৩৬৫ দিন সুস্থ থাকতে চান? রোজ খান ধনে পাতা !

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এল 'ভায়াগ্রা আইসক্রিম' ! এবার আইসক্রিমেই যৌনতা !