উপকরণ:
ভেটকি মাছ, সরষের তেল, হলুদ গুঁড়ো, আলু (লম্বা লম্বা করে কাটা), পাকা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, পরমাণ মত নুন।
প্রণালী:
কাঁচা মাছ লাল লঙ্কা বাটা, হলুদ, নুন, সরষের তেল দিয়ে মাখিয়ে (Marinate) নিতে হবে। লম্বা করে কাটা আলুতেও একই মশলা মাখাতে হবে।এরপর কলা পাতায় ভাল করে সরষের তেল মাখিয়ে নিন ভাল করে। তার ওপরে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুল একটা একটা করে সাজিয়ে দিনগল করে। মাঝের গোল ফাঁকা অংশে দিয়ে দিন ম্যারিনেট করে রাখা আলুর টুকরো। ওপরে কাঁচা লঙ্কা দিন কয়েকটা সাজিয়ে।
advertisement
এ বারে গ্যাসে বা উনুনে লোহা বা মাটির তাওয়া বসান। তাতে মোটা করে কলাপাতা পেতে দিন। তারপরে তার ওপরে মাছ সাজানো কলাপাতা বসিয়ে দিন। ওপর দিয়ে ঢাকা দিন। বেশ খানিক্ষণ পরে মাছ থেকে তেল বেরিয়ে এলে বুঝতে হবে মাছের একপিঠ রান্না হয়ে গিয়েছে। এরপর একটা একটা করে মাছ খুন্তি দিয়ে উলটে দিন। বেশ কিছুক্ষণ রেখে দিন ঢিমে আঁচে। এরপর নামিয়ে কলা পাতা থেকেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভেটকি মাছের বাঙাল পাতুরি।