TRENDING:

Vastu tips for main door: বাড়ি বা ফ্ল্যাটে ঢোকার দরজায় রাখুন এই বিশেষ জিনিসগুলি, অর্থাভাব দূর হয়ে সংসারে আসবে সুখসমৃদ্ধি

Last Updated:

Vastu tips for main door: বাস্তুশাস্ত্র বলছে, বিশেষ কিছু জিনিস আছে, যেগুলি প্রবেশদ্বারে রাখলে সংসারের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়ি বা ফ্ল্যাটের প্রবেশদ্বার বা মূল ফটক কিন্তু সেখানকার বাসিন্দাদের সম্পর্কে অনেক কথা বলে৷ পরিচয় দেয় তাঁদের রুচির৷ বাস্তুশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির প্রবেশদ্বার৷ সেখানে কী কী রাখবেন, বা রাখবেন না, তার উপর নির্ভর করছে আপনার ও পরিবারের সদস্যদের সৌভাগ্য৷ প্রাচীন বাস্তুশাস্ত্র বলছে, বিশেষ কিছু জিনিস আছে, যেগুলি প্রবেশদ্বারে রাখলে সংসারের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক৷ সংসারের সমৃদ্ধি, আর্থিক বৃদ্ধি এবং সম্পদের সূচনা হয় জীবনে৷ দেখে নেওয়া যাক কী কী রাখবেন বাড়ির মূল ফটকে৷
প্রাচীন বাস্তুশাস্ত্র বলছে, বিশেষ কিছু জিনিস আছে, যেগুলি প্রবেশদ্বারে রাখলে সংসারের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক
প্রাচীন বাস্তুশাস্ত্র বলছে, বিশেষ কিছু জিনিস আছে, যেগুলি প্রবেশদ্বারে রাখলে সংসারের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক
advertisement

জলপূর্ণ পাত্রে ফুলের পাপড়ি

বাড়ির প্রবেশদ্বারে রাখুন সুদৃশ্য জলপূর্ণ পাত্র৷ তাতে ছড়িয়ে দিন ফুলের পাপড়ি৷ এটা দেখতে যেমন ভাল লাগে, তেমন বাস্তুশাস্ত্রের জন্যেও খুব শুভ৷ বলা হয়, এতে সম্পদ ও সমৃদ্ধি বাড়ে সংসারে৷ জল তাপ ও বিদ্যুতের কুপরিবাহী৷ তাই প্রচলিত বিশ্বাস, এই জিনিস দরজার সামনে থাকলে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে না৷ আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যও ভাল থাকবে৷

advertisement

পাতার তোরণ

উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আমরা বাড়ির মূল প্রবেশদ্বার সাজাই গাছের পাতায় তৈরি তোরণে৷ সাধারণত আমপাতা বা অশোকপাতায় তৈরি হয় এই তোরণ৷ দৃশ্যনন্দন ও মাঙ্গলিক বলে ধরা হয় এই তোরণকে৷ উৎসব ছাড়াও সারা বছরই এই ধরনের তোরণে সাজাতে পারেন দরজা৷ শুধু পাতা শুকিয়ে গেলে ফেলে নতুন তোরণে সাজিয়ে নিন৷ প্রচলিত বিশ্বাস, এই তোরণ সংসার থেকে কুদৃষ্টি ও নেতিবাচক ভাইবসকে দূরে সরিয়ে রাখবে৷

advertisement

মা লক্ষ্মীর পদচিহ্ন

শুধু কোজাগরী বা অন্য কোনও লক্ষ্মীপুজো নয়৷ সারা বছরই মূল ফটকের সামনে আঁকতে পারেন মা লক্ষ্মীর পদচিহ্ন৷ বিশ্বাস করা হয়, এর ফলে সংসারে শ্রীবৃদ্ধি হয়৷ পরিবারের প্রতি সুপ্রসন্ন থাকেন দেবী লক্ষ্মী৷

স্বস্তিক চিহ্ন

বাড়ির মূল দরজায় আঁকুন স্বস্তিক চিহ্ন৷ সনাতন মতে, এই চিহ্ন খুবই শুভ৷ বিশ্বাস করা হয়, সংসার থেকে রোগব্যাধি দূর করে সুখশান্তির বার্তা বয়ে আনবে এই চিহ্ন৷

advertisement

প্রশস্ত দরজা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাড়ি বা ফ্ল্যাটের দরজা রাখুন চওড়া বা প্রশস্ত৷ মনে করা হয় সংসারের জন্য এটা খুবই শুভ৷ দরজার উচ্চতা বেশি রাখুন৷ যাতে বাড়িতে পর্যাপ্ত আলো প্রবেশ করে৷ যদি দরজা ঘড়ির কাঁটার দিক বরাবর খোলে, তাহলে সংসারের পক্ষে শুভ বলে মনে করা হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vastu tips for main door: বাড়ি বা ফ্ল্যাটে ঢোকার দরজায় রাখুন এই বিশেষ জিনিসগুলি, অর্থাভাব দূর হয়ে সংসারে আসবে সুখসমৃদ্ধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল