জলপূর্ণ পাত্রে ফুলের পাপড়ি
বাড়ির প্রবেশদ্বারে রাখুন সুদৃশ্য জলপূর্ণ পাত্র৷ তাতে ছড়িয়ে দিন ফুলের পাপড়ি৷ এটা দেখতে যেমন ভাল লাগে, তেমন বাস্তুশাস্ত্রের জন্যেও খুব শুভ৷ বলা হয়, এতে সম্পদ ও সমৃদ্ধি বাড়ে সংসারে৷ জল তাপ ও বিদ্যুতের কুপরিবাহী৷ তাই প্রচলিত বিশ্বাস, এই জিনিস দরজার সামনে থাকলে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে না৷ আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যও ভাল থাকবে৷
advertisement
পাতার তোরণ
উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আমরা বাড়ির মূল প্রবেশদ্বার সাজাই গাছের পাতায় তৈরি তোরণে৷ সাধারণত আমপাতা বা অশোকপাতায় তৈরি হয় এই তোরণ৷ দৃশ্যনন্দন ও মাঙ্গলিক বলে ধরা হয় এই তোরণকে৷ উৎসব ছাড়াও সারা বছরই এই ধরনের তোরণে সাজাতে পারেন দরজা৷ শুধু পাতা শুকিয়ে গেলে ফেলে নতুন তোরণে সাজিয়ে নিন৷ প্রচলিত বিশ্বাস, এই তোরণ সংসার থেকে কুদৃষ্টি ও নেতিবাচক ভাইবসকে দূরে সরিয়ে রাখবে৷
মা লক্ষ্মীর পদচিহ্ন
শুধু কোজাগরী বা অন্য কোনও লক্ষ্মীপুজো নয়৷ সারা বছরই মূল ফটকের সামনে আঁকতে পারেন মা লক্ষ্মীর পদচিহ্ন৷ বিশ্বাস করা হয়, এর ফলে সংসারে শ্রীবৃদ্ধি হয়৷ পরিবারের প্রতি সুপ্রসন্ন থাকেন দেবী লক্ষ্মী৷
স্বস্তিক চিহ্ন
বাড়ির মূল দরজায় আঁকুন স্বস্তিক চিহ্ন৷ সনাতন মতে, এই চিহ্ন খুবই শুভ৷ বিশ্বাস করা হয়, সংসার থেকে রোগব্যাধি দূর করে সুখশান্তির বার্তা বয়ে আনবে এই চিহ্ন৷
প্রশস্ত দরজা
বাড়ি বা ফ্ল্যাটের দরজা রাখুন চওড়া বা প্রশস্ত৷ মনে করা হয় সংসারের জন্য এটা খুবই শুভ৷ দরজার উচ্চতা বেশি রাখুন৷ যাতে বাড়িতে পর্যাপ্ত আলো প্রবেশ করে৷ যদি দরজা ঘড়ির কাঁটার দিক বরাবর খোলে, তাহলে সংসারের পক্ষে শুভ বলে মনে করা হয়৷