তবে শুকনো তুলসি পাতা কিন্তু বাস্তুশাস্ত্রে উপযোগী৷ যদি অনেক দিন ধরে আর্থিক দুরবস্থা চলতে থাকে, তাহলে কিছু শুকনো তুলসিপাতা নিয়ে লাল কাপড়ে মুড়ে রাখুন৷ তার পর ওই পুঁটুলি রেখে দিন আলমারিতে৷
মনে করা হয় এই বাস্তু টোটকা মেনে চললে মা লক্ষ্মীর কৃপা সব সময় বর্ষিত হয় সংসারে৷ কোনওদিন অর্থের অভাব হয় না৷ যদি গৃহ থেকে বাস্তু দোষ কাটাতে হয়, তাহলে এক ঘটি গঙ্গাজলে মিশিয়ে নিন শুকনো তুলসিপাতা৷ তার পর সেই জল চারদিকে ছড়িয়ে দিন৷ অনেক সময় পড়াশোনায় মনসংযোগ করতে সমস্যা হয় বাচ্চাদের৷
advertisement
আরও পড়ুন : কমলালেবুকে ইংরেজিতে কিন্তু মোটেও ‘Orange’ বলে না! ৯৯% মানুষই জানেন না সঠিক জবাব
সেক্ষেত্রে তাদের পড়ার বইয়ে রেখে দিন শুকনো তুলসিপাতা৷ মনে করা হয় এতে তাদের একাগ্রতা শক্তি বৃদ্ধি পাবে৷ পরীক্ষা, চাকরির ইন্টারভিউ-সহ অন্যান্য শুভ কাজে বার হলে সঙ্গে রাখুন শুকনো তুলসিপাতা৷ সাফল্যের পথ সুগম হবে৷