আরও পড়ুনঃ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! শনিবার ছুটি বাতিল সরকারি কর্মচারী, আধিকারিকদের! কবে থেকে?
সম্প্রতি নদিয়ার টাঙ্গাইল শাড়ি জি আই তকমা পাওয়াতে খুশি অনেকেই। তবে তারই মাঝে বেশ কিছু তাঁতিরা জানাচ্ছেন পাওয়ার লুম গুলির দাপটে জেরে তারা আজ আর্থিক সংকটে রয়েছে। সরকার তাদের হ্যান্ডলুম শাড়ি কেনা এবং বিক্রির যদি সঠিক ব্যবস্থা না করে তাহলে হয়তো ভবিষ্যতে এই পেশার সঙ্গে যুক্ত হতে চাইবে না আগামী প্রজন্ম এমনটাই জানাচ্ছেন বেশ কিছু হস্তচালিত তাঁতি।
advertisement
ফুলিয়ায় রয়েছে ছোট বড় একাধিক তাঁতের শাড়ির দোকান এবং শোরুম। পুজো পার্বণ এবং অনুষ্ঠানে কলকাতা তথা বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ফুলিয়ায় এসে কিনে নিয়ে যান এখানকার বিশেষ বিশেষ শাড়ি অত্যন্ত আকর্ষণীয় দামে। আজ দেখুন ফুলিয়ার বিশেষ বিশেষ কিছু তাঁতের শাড়ি অত্যন্ত আকর্ষণীয় দামে।
Mainak Debnath