সামনেই লোকসভা ভোট। তার ঠিক আগে জনপ্রিয় ডেটিং অ্যাপ বাম্বল এই সমীক্ষা সামনে আনল। দেখা যাচ্ছে, ৩৬ শতাংশ প্রেমিক প্রেমিকা তাঁদের ডেটিং প্রোফাইলে রাজনীতি নিয়ে আলোচনা করতে পিছপা হন না। সঙ্গী বাছার সময় রাজনৈতিক মতামতকে গুরুত্ব দেন ৪৯ শতাংশ মহিলা। পুরুষদের সংখ্যা ৪১ শতাংশ। স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে রাজনৈতিক বাছবিচার মহিলাদেরই বেশি। বাম্বলে ‘রাজনীতি’ ব্যাজ সবচেয়ে জনপ্রিয় ব্যাজ।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
ডেটিংয়ে ভারতীয় রাজনীতির প্রভাব: সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ২২ শতাংশ বলছেন, সামাজিক ও রাজনৈতিক বিষয়ে স্পষ্ট মত না থাকলে তাঁরা ‘টার্ন অফ’ অনুভব করেন। ৪১ শতাংশ বলেছেন, সম্ভাব্য সঙ্গী রাজনীতির সঙ্গে যুক্ত এবং ভোট তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। শর্ট টার্ম কমিটমেন্ট (৪৩ শতাংশ) হোক কিংবা লং টার্ম কমিটমেন্ট (৪০ শতাংশ), রাজনীতি উল্লেখযোগ্য বিষয়, বলেছেন অংশগ্রহণকারীরা। সিঙ্গলরা সাফ জানাচ্ছেন, তাঁরা এমন সঙ্গী চান যাঁরা শুধু সামাজিক বিষয়ে ওয়াকিবহাল থাকবে তাই নয়, রাজনৈতিক বিষয়েও অংশও নেবে। সমীক্ষার ৭০ শতাংশ অংশগ্রহণকারী এমন সঙ্গীর প্রতিই আকৃষ্ট।
ভোট দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন কলকাতার প্রেমিক-প্রেমিকারা। সমীক্ষায় ৭৬ শতাংশ অংশগ্রহণকারীর নিয়মিত ভোটদাতাদের প্রতি বেশি আকৃষ্ট। বোঝা যাচ্ছে, ভারতে ডেটিং এবং সম্পর্কের ক্ষেত্রে ব্যালট বাক্সের বড় ভূমিকা রয়েছে।
জেন জেড-এর কাছে রাজনীতি গুরুত্বপূর্ণ: অনেকেই বলেন, তরুণ প্রজন্ম রাজনীতি নিয়ে উদাসীন। কলকাতার তরুণরা ঠিক উল্টো। জেন জেড-এর ৩৯ শতাংশ মনে করেন, পূর্ববর্তী পিতামাতার প্রজন্মের তুলনায় স্পষ্ট রাজনৈতিক মতামত বা সংশ্লিষ্টতা তাঁদের প্রজন্মের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিলেনিয়ালস (১২ শতাংশ)-এর তুলনায় ভারতীয় জেন জেড (১৫ শতাংশ)-এর সংখ্যা বেশি, যারা জানিয়েছে, ভোট দেয় না এমন কারও সঙ্গে ডেট করব না!