নানা অ্যান্টিঅক্সিড্যান্ট, আলফা হাইড্রক্সি অ্যাসিড, ভিটামিন বি-তে সমৃদ্ধ কাঁচা দুধ আমাদের ত্বককে আর্দ্র রাখে৷ ভিতর থেকে পুষ্টির যোগান দিয়ে ত্বক ঝলমলে রাখে৷
আরও পড়ুন : এক টুকরো মিছরি দূরে রাখে রক্তাল্পতা, সাইনাসের যন্ত্রণা, মুখের দুর্গন্ধ-সহ একাধিক সমস্যাকে
কী ভাবে ব্যবহার-
পরিষ্কার তুলোর বলে দুধ লাগিয়ে মুখে আলতো করে মালিশ করুন৷ এর পর অপেক্ষা করুন ১৫ থেকে ২০ মিনিট অবধি৷ তার পর দুধের ফেসপ্যাক শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নিন৷ যখন ফেসপ্যাক শুকোবে, তখন হাসবেন না বা বেশি কথা বলবেন না৷ তাহলে কিন্তু মুখে সূক্ষ্ম দাগ তৈরি হতে পারে৷
advertisement
আরও পড়ুন : চকোলেটের বাক্সে গুছিয়ে রাখা হত প্রেমপত্র, কেন ভালবাসার সঙ্গে জড়িয়ে গেল এই স্বাদ?
আরও পড়ুন : প্রেমের স্মারক চকোলেটের স্বাস্থ্যগুণও অঢেল, জেনে নিন এর উপকারিতা
কাঁচা দুধের ভিটামিন এ এবং বি অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে৷ মুখে কাঁচা দুধের প্যাক লাগালে ত্বক থেকে সবরকম দাগছোপ তুলে দেয়৷ পাশাপাশি রোদে পোড়া দাগ মুছতেও কাঁচা দুধ উপকারী৷ দুধের অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান ত্বক মসৃণ করে তোলে৷ স্পর্শকাতর ত্বকের যত্নের জন্যও কাঁচা দুধ খুবই ভাল উপকরণ৷ এটি ত্বককে নরম করে৷