দৈনন্দিন রূপচর্যায় ভিটামিন সি যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বকে জেল্লা আসবে এবং তাতে ত্বক সারাদিন সতেজ থাকবে৷ শুধু পুজোর সময়েই নয়, এতে যে কোনও আবহাওয়ায় ত্বক একই রকম সুন্দর থাকবে৷ এছাড়া অন্যান্য উপাদান যেমন উইচ হ্যাজেল এবং লিকোরিস এক্সট্র্যাক্ট ত্বকে তারুণ্য এবং উজ্জ্বলতা আনতে সাহায্য করে, কোলাজেনের উৎপাদন বাড়ায়। দিনে দুবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই এই উপাদানগুলির নির্যাস মুখে পৌঁছাবে। ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে হাইপারপিগমেনটেশন কমে। ব্রণ, ইউভি রশ্মি থেকে ত্বকের ক্ষতি রোধ তো হয়ই, আবার হরমোনের পরিবর্তনের কারণে হওয়া কালো দাগ হালকা হয়ে গিয়ে ত্বক উজ্জ্বল হয়৷
advertisement
তাছাড়া রোজমেরি নির্যাস, ভিটামিন সি এবং ভিটামিন ই র্যাডিকেল এবং দূষণ থেকে সুরক্ষা দেয় এবং ত্বককে মসৃণ, কোমলীয় করে তোলে। এমনকী ভিটামিন সি সংবেদনশীল ত্বক, ব্রণ যুক্ত ত্বককে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইড্রেশন জুগিয়ে ভিতর থেকে জেল্লা নিয়ে আসে।
আরও পড়ুন: পুজোর আগেই বাজিমাত, ধপধপে চকচকে ত্বক পেতে প্রতিদিন রাত্রিবেলা মাখুন এই প্রাকৃতিক উপাদান
উপকারিতা
ত্বককে পুষ্ট এবং মসৃণ করে পুর্নজ্জীবিত করতে সাহায্য করে। ত্বকে তরতাজা ভাব এবং সতেজতা নিয়ে আসে৷
বার্ধক্যজনিত লক্ষণ রোধ করে। বলিরেখা কমাতে সাহায্য করে এবং ত্বকে তারুণ্য নিয়ে আসে৷
ত্বককে উজ্জ্বল করে। ভিটামিন সি-এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বিবর্ণতা কমাতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
আরও পড়ুন: উধাও শরীরী টান! সম্পর্কও কি ভাঙতে বসেছে? উদ্দাম যৌনতা উপভোগ করতে চাইলে এই ভুলগুলি নৈব নৈব চ
ত্বকের ধরন বদলায়। ভিটামিন সি ত্বকের মান উন্নত করতে কাজে আসে এবং সামগ্রিকভাবে ত্বককে ভাল রাখে।
কালো দাগ কমায়। সময়ের সঙ্গে ত্বকে ছাপ পড়া কালো দাগ কমাতেও সাহায্য করে।
পরিবেশের ক্ষতিকর পদার্থ থেকে সুরক্ষা দেয়। সেলুলার স্তরে ফ্রি র্যাডিকেল ত্বকে খুবই খারাপ প্রভাব ফেলে। সেক্ষেত্রে ভিটামিন সি-এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের পরিবেশে এবং আমাদের দেহে থাকা ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে।