অলিভিয়া তাঁর প্রথম টিশার্ট বিক্রি করেছিলেন ২০ ডলার বা ভারতীয় মুদ্রায় ১৬৬২ টাকায়। এর পর তাঁর উপার্জন পৌঁছেছে ৭০ লক্ষের বেশি অঙ্কে। এখন অলিভিয়া পাঁচ বেডরুমের ফ্ল্যাটের মালিক। ব্যবসা শুরুর সঙ্গে সঙ্গেই অবশ্য লভ্যাংশের মুখ দেখেননি অলিভিয়া। ধীরে ধীরে লভ্যাংশ ঢুকতে শুরু করে অ্যাকাউন্টে। মূলত ২৫ থেকে ৪০ বছর বয়সি মহিলারাই তাঁর পোশাকের ক্রেতা। অলিভিয়া জানিয়েছেন এই ব্যবসা না থাকলে তাঁর সেভিংস অ্যাকাউন্টও হত না। এমনকি, পড়ার খরচ জুগিয়ে বেঁচে থাকার জন্য নিতে হত ঋণ।
advertisement
মেডিক্যাল স্কুল থেকে স্নাতক হওয়ার পর অলিভিয়া কানসাসে চলে গিয়েছেন তাঁর স্বামীর সঙ্গে। সেখানে পারিবারিক ব্যবসা শুরু করেছেন। পড়াশোনার খরচের পাশাপাশি নতুন ফ্ল্যাট কেনার ডাউন পেমেন্ট করতে তাঁকে সাহায্য করেছে এই ব্যবসা। মর্টগেজ সংক্রান্ত খরচ সামলাতেও তাঁকে সাহায্য করেছে এই উদ্যোগই, দাবি আলিভিয়ার।