TRENDING:

Success Story: নিজের পুরনো জামা অনলাইনে বিক্রি করে ৫ বেডরুমের ফ্ল্যাট কিনলেন এই তরুণী ডাক্তার

Last Updated:

Success Story: এই পড়ুয়া অতিমারির কঠিন সময়ে কিছু বাড়তি অর্থ উপার্জন করতে চেয়েছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কানসাস : কোভিড অতিমারিতে অনেকেই নিজের ১০ টা-৫টার চাকরি ছেড়ে হেঁটেছেন অন্য পথে। গ্রহণ করেছেন নতুন পেশা। শুরু করেছেন নতুন ব্যবসা। সেই তালিকায় একজন অলিভিয়া হিলিয়ার। আমেরিকার মিশিগানের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ডাক্তারির এই পড়ুয়া অতিমারির কঠিন সময়ে কিছু বাড়তি অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। তিনি নিজের কিছু পুরনো পোশাক নামী রিসেল অ্যাপে বিক্রি করেন। কিছু দিনের মধ্যেই অত্যন্ত লাভজনক হয়ে দেখা দেয় তাঁর এই উদ্যোগ।
কিছু দিনের মধ্যেই অত্যন্ত লাভজনক হয়ে দেখা দেয় তাঁর এই উদ্যোগ
কিছু দিনের মধ্যেই অত্যন্ত লাভজনক হয়ে দেখা দেয় তাঁর এই উদ্যোগ
advertisement

অলিভিয়া তাঁর প্রথম টিশার্ট বিক্রি করেছিলেন ২০ ডলার বা ভারতীয় মুদ্রায় ১৬৬২ টাকায়। এর পর তাঁর উপার্জন পৌঁছেছে ৭০ লক্ষের বেশি অঙ্কে। এখন অলিভিয়া পাঁচ বেডরুমের ফ্ল্যাটের মালিক। ব্যবসা শুরুর সঙ্গে সঙ্গেই অবশ্য লভ্যাংশের মুখ দেখেননি অলিভিয়া। ধীরে ধীরে লভ্যাংশ ঢুকতে শুরু করে অ্যাকাউন্টে। মূলত ২৫ থেকে ৪০ বছর বয়সি মহিলারাই তাঁর পোশাকের ক্রেতা। অলিভিয়া জানিয়েছেন এই ব্যবসা না থাকলে তাঁর সেভিংস অ্যাকাউন্টও হত না। এমনকি, পড়ার খরচ জুগিয়ে বেঁচে থাকার জন্য নিতে হত ঋণ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মেডিক্যাল স্কুল থেকে স্নাতক হওয়ার পর অলিভিয়া কানসাসে চলে গিয়েছেন তাঁর স্বামীর সঙ্গে। সেখানে পারিবারিক ব্যবসা শুরু করেছেন। পড়াশোনার খরচের পাশাপাশি নতুন ফ্ল্যাট কেনার ডাউন পেমেন্ট করতে তাঁকে সাহায্য করেছে এই ব্যবসা। মর্টগেজ সংক্রান্ত খরচ সামলাতেও তাঁকে সাহায্য করেছে এই উদ্যোগই, দাবি আলিভিয়ার।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: নিজের পুরনো জামা অনলাইনে বিক্রি করে ৫ বেডরুমের ফ্ল্যাট কিনলেন এই তরুণী ডাক্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল