এর আগে কোলসন এই ডিল করেছেন তাঁর পরিজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে৷ কিন্তু এ বার তিনি নেটিজেনদের মধ্যে ছড়িয়ে দিলেন তাঁর বার্তা৷ তাঁর কথায়, ‘‘অফার হল যদি আপনি আমাকে আমার হবু স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দেন, তাহলে আমি আপনাকে ৫ হাজার ডলার দেব৷ তবে আমি বেশি দিন আপনার সঙ্গে থাকব না৷ আমি ২০ বছরে আপনাকে ডিভোর্স করে দিতে পারি৷ তাতে কিছু যায় আসে না৷ তবে সত্যি যদি আমাকে হবু জীবনসঙ্গীর সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন, তাহলে ৫ হাজার ডলার আমি দেব৷’’
advertisement
কোভিডের পর থেকে প্রেমের রসায়নে পরিবর্তন এসেছে বলে ধারণা কোলসনের৷ তাঁর ধারণা, সরাসরি প্রোপোজ করার বদলে যুবকরা এখন ডেটিং অ্যাপসের সাহায্য নেন৷ তবে ডেটিং অ্যাপে গিয়ে তাঁর অভিজ্ঞতা ভাল নয়৷ তাঁর মনে হয়েছে অ্যাপে যাঁরা থাকেন তাঁরা সময় কাটাতে চান নিছক৷ সারা জীবন কাটাতে আগ্রহী নন৷ কিন্তু তিনি চান এমন কাউকে, যিনি সারা জীবন কাটাবেন তাঁর সঙ্গে৷
কীরকম পাত্র চান তিনি, সেটাও জানিয়েছেন কোলসন৷ হবু স্বামীর বয়স হতে হবে ২৭ থেকে ৪০ বছর৷ উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১১ ইঞ্চি৷ থাকতে হবে বুদ্ধিদীপ্ত ব্রিটিশ সেন্স অব হিউমর৷ তাঁকে আগ্রহী হতে হবে স্পোর্টস, খেলাধুলো এবং সন্তাপালনে৷ লং ডিস্ট্যান্স সম্পর্কেও আপত্তি নেই তাঁর৷
তবে ঘটকালিতে পরিচয় করিয়ে দিলেই হবে না৷ সেই যুবককে বিয়ে করতে হবে আগে৷ বিয়ের শংসাপত্র স্বাক্ষরিত হওয়ার পরই ‘ঘটক’ পাবেন ঘটকালির পারিশ্রমিক৷