সংবাদমাধ্যমে প্রকাশ, একমাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা চলার পর বৃহস্পতিবার জীবনদায়ী অস্ত্রোপচার করা ৪০ বছর বয়সি ওই মহিলা লরা বারাজাসের৷ লরার বান্ধবী অ্যানা মেসিনা সংবাদমাধ্যমে জানিয়েছেন এই ভয়াবহ ঘটনায় আমরা আতঙ্কিত৷ আমাদের সঙ্গেও যে কোনও দিন এরকম কাণ্ড হতে পারে৷
সান জোসের স্থানীয় বাজার থেকে তেলাপিয়া মাছ কেনেন বারাজাস৷ বাড়িতে ওই মাছ তিনি রান্না করেন নিজের জন্য৷ কিন্তু খেয়েছিলেন বান্ধবী মেসিনার সঙ্গে৷ এর পর দু’জনেই অসুস্থ হন৷ কিন্তু ভয়াবহ পরিস্থিতির শিকার হন বাজারাস৷
advertisement
মেসিনা জানান শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর বান্ধবী বাজারাসের৷ তাঁর আঙুল, পায়ের পাতা, ঠোঁট কালো হয়ে গিয়েছিল৷ কিডনি বিকল হতে শুরু করে৷ শরীরে সম্পূর্ণ সেপসিস দেখা দেয়৷ চিকিৎসকরা জানিয়েছেন বাজারাসের শরীরে মারণ ব্যাকটেরিয়া ভিব্রিয়ো ভালনিফিকাস প্রবেশ করেছিল৷ সাধারণত কাঁচা সামুদ্রিক খাবার ও সমুদ্রের জল থেকে এই সংক্রমণ ঘটে৷ সামুদ্রিক খাবার ঠিকমতো রান্না না করলেই এই শারীরিক সমস্যা দেখা দেয়৷
বিশেষজ্ঞ চিকিৎসক নাতাশা স্পটিসউডের কথায়, ‘‘সামুদ্রিক খাবার থেকে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়৷ শরীরে কোনও ক্ষত বা ট্যাটু থাকলে সেটা ব্যাকটেরিয়ার স্পর্শে এলে জীবাণুর সংক্রমণ হতে পারে৷’’