TRENDING:

Youngest Grand Mother: স্কুলে ১৫ বছর বয়সে মা, দিদিমা ৩৩ বছর বয়সেই! জানুন এই তরুণী দিদিমার কথা

Last Updated:

Youngest Grand Mother: ব্রিটিশ মহিলা মা হয়েছিলেন ১৫ বছর বয়সে৷ তার পর দিদিমা হয়েছেন ৩৩ বছর বয়সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাতৃত্বকে জীবনের সেরা পর্ব বলে অভিহিত করা হয়৷ সন্তানকে বলা হয় ঈশ্বরের দেওয়া সেরা উপহার৷ মাতৃত্বের হাত ধরেই জীবনে আসে দায়িত্ব৷ তাই শারীরিক ও মানসিক পরিপক্বতা এলেই মাতৃত্ব লাভের জন্য আদর্শ বলা হয়৷ সেই ধারণাকে উড়িয়ে দিয়ে এক ব্রিটিশ মহিলা মা হয়েছিলেন ১৫ বছর বয়সে৷ তার পর দিদিমা হয়েছেন ৩৩ বছর বয়সে৷ বিদেশিনীর নাম রুথ ক্লেটন৷
advertisement

পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডে সর্বকনিষ্ঠ ঠাকুমা দিদিমাদের মধ্যে রুথ অন্যতম৷ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, স্কুলে পড়ার সময় ১৫ বছর বয়সে মা হন রুথ৷ সদ্যোজাত মেয়ের নাম রাখেন রোজ৷ মা রুথের মতো অল্প বয়সে মাতৃত্বকে বরণ করে নিয়েছেন রোজ-ও৷ তিনি মা হয়েছেন ১৮ বছর বয়সে৷ ফলে রুথ দিদিমা হয়েছেন মাত্র ৩৩ বছর বয়সে৷

advertisement

তবে রুথ কিন্তু চাননি তাঁর মেয়েও অল্প বয়সে সন্তানের মা হন৷ ইংল্যান্ডের লিঙ্কনের এই বাসিন্দা সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি প্রথমে মেয়েকে পরামর্শ দিয়েছিলেন গর্ভপাতের৷ কিন্তু পরে বুঝতে পারেন তাঁর মেয়ে মাতৃত্ব নিয়ে সিরিয়াস৷ এর পর আর গর্ভপাতের কথা বলেননি তিনি৷ বরং তাঁকে উৎসাহ দিয়ে গিয়েছেন সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য৷ মেয়ের এই যাত্রাপথে আগাগোড়া তাঁর পাশে ছিলেন রুথ৷

advertisement

সর্বকনিষ্ঠ এই দিদিমার কথায়,‘‘আমি মেয়ের বয়ফ্রেন্ডের পরিবারের সঙ্গে আলাপ করি৷ তাঁরা দারুণ মানুষ৷ পরিবারও খুব ভাল৷ মেয়েকে সন্তানের জন্ম দিতে দেখে আনন্দে আমার চোখে জল এসে গিয়েছে৷ ও একজন যোদ্ধা৷’’ সন্তানকে মা হতে দেখা তাঁর কাছে সেরা উপহার৷

রুথ নিজে অন্তঃসত্ত্বা হয়েছিলেন ১৪ বছর বয়সে৷ প্রথমে তিনিও ভেবেছিলেন গর্ভপাত করাবেন৷ কিন্তু অ্যাবরশান করাতে যাওয়ার পথে তাঁর চিন্তাভাবনা পাল্টে যায়৷ এই পরিবর্তনই তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সরকারি পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডে ঠাকুমা দিদিমা হওয়ার গড় বয়স ৬৩ বছর৷ কেলি হিলে এই মুহূর্তে সর্বকনিষ্ঠ দিদিমা ব্রিটেনের৷ তিনি এই তকমা পেয়েছেন ৩০ বছর বয়সে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Youngest Grand Mother: স্কুলে ১৫ বছর বয়সে মা, দিদিমা ৩৩ বছর বয়সেই! জানুন এই তরুণী দিদিমার কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল