৩৬ বছর বয়সী হাওড়ার ব্যবসায়ী উজ্জ্বল দাস, মাস খানেক আগে অসহ্য বুকে যন্ত্রণা নিয়ে কলকাতার বি.এম.বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে ভর্তি হন ৷ এঞ্জিওপ্লাস্টি করানোর পর তাঁর হার্টে তিনটি ব্লকেজ ধরা পড়ে ৷ চিকিৎসক ডাঃ সব্যসাচী পাল জানান, উজ্জ্বলের রোগ হল Acute Myocardial Infarction ৷ বা সাধারণভাবে বলতে গেলে 'হার্ট অ্যাটাক' ৷ এই ধরনের সমস্যায় সাধারণত ১২ ঘণ্টার মধ্যে ব্লকেজ সরানো গেলে রোগী চিকিৎসায় সাড়া দেন ৷ উজ্জ্বলের সেই ক্ষেত্রে এই প্রক্রিয়া ৬ ঘণ্টায় করা হয়েছিল ৷
advertisement
উজ্জ্বল দাস জানিয়েছেন, ‘‘ এর আগে আগে দু-তিনদিন ধরে হাঁপানি শুরু হয়েছিল, গ্যাস বা অম্বল ভেবে গুরুত্ব দিই নি, পরে বুকে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় পরিবারের সকলে বি.এম.বিড়লা-তে নিয়ে আসে ৷ ’’ তাঁকে পি.টি.সি.এ করানোর মাধ্যমে ব্লকেজগুলো সরানো হয় ৷ তিনি এও জানিয়েছেন, ‘‘ করোনা চলাকালীন হাসপাতালে যাওয়া নিয়ে আমার নিজের আর পরিবারের সকলের মধ্যেই আশঙ্কা ছিল, তবে হাসপাতালে এসে তা দূর হয়ে যায় ৷ কলকাতার এই হাসপাতাল মহামারীর সময়ে বেশি বাইরের লোকজন ঢুকতে যেমন দিচ্ছে না, সেরকম রোগীদের মানসিক জোরও প্রবলভাবে বাড়িয়ে চলেছে ৷’’ উজ্জ্বল দাস তাঁর পজিটিভ মানিসকতার পরিচয় দিয়ে পুনর্জীবন ফিরে পেয়েছেন এবং বর্তমানে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন ৷