ত্বক উজ্জ্বল রাখে
হলুদের অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটারি উপাদান ত্বক উজ্জ্বল রাখে। ত্বকের যে স্বাভাবিক আভা সেটাকে তুলে ধরাই হল হলুদের কাজ। একটু হলুদ, মধু আর দই মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন। ১৫-২০ মিনিট রেখে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন : অতীতের সোনালি ক্ষণ এখন স্মৃতি, জন্মদিনে দেখুন অভিষেকের ঘরোয়া মুহূর্ত
advertisement
অ্যাকনের দাগ দূর করে
অ্যাকনে ত্বকের একটি সাধারণ সমস্যা। অনেক সময় অ্যাকনে কমে গেলেও পিছনে রেখে যায় কালো দাগ। হলুদে যে অ্যান্টিসেপটিক উপাদান আছে সেটি অ্যাকনের জীবাণুকে বাড়তে দেয় না। এক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে একটু দই আর এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিতে পারেন। ২০ মিনিট রেখে ঠাণ্ডা জলে এই প্যাক ধুয়ে নিতে হবে। ভাল ফল পেতে সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করুন।
আরও পড়ুন : অভিষেকের জন্মদিনে তাঁকে যত্নবান স্বামী ও সন্তানের বাবা হয়েই থাকতে বললেন স্ত্রী
ডার্ক সার্কল কম করে
অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদানে ভরপুর বলেই হলুদ ডার্ক সার্কল দূর করতে সক্ষম। দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ দই ও দুই ফোঁটা লেবুর রস দিয়ে প্যাক তৈরি করুন। ডার্ক সার্কলে এই প্যাক লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তার পর শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
আরও পড়ুন : ওজন দ্রুত কমিয়ে রোগা হতে চাইলে কোন ডাল খাবেন?
স্ট্রেচ মার্কস দূর করে
স্ট্রেচ মার্কস দূর করতে আধ চা-চামচ হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে স্ট্রেচ মার্কসে লাগাতে হবে। এক ঘণ্টা রেখে ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। তবে এটা ব্যবহার করলে যে স্ট্রেচ মার্ক একেবারে ভ্যানিশ হয়ে যাবে তা নয়,তবে নিয়মিত ব্যবহার করলে দাগ অনেকটাই মিলিয়ে যাবে।
