TRENDING:

Turmeric: হলুদও ডেকে আনতে পারে সর্বনাশ! কীভাবে? সুন্দর রং আনতে মেশানো হয় ‘বিষ’!

Last Updated:

কাটাছেঁড়া সারাতেই হোক বা ত্বকের সমস্যায়, একাধিক রোগ সারাতে কাজে আসে হলুদ। সেই হলুদ কীভাবে প্রাণঘাতী হতে পারে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলুদের অশেষ গুণ। একথা একবাক‍্যে স্বীকার করবেন সকলেই। কাটাছেঁড়া সারাতেই হোক বা ত্বকের সমস্যায়, একাধিক রোগ সারাতে কাজে আসে এই একটি মশলা।
হলুদও ডেকে আনতে পারে সর্বনাশ! কীভাবে? সুন্দর রং আনতে মেশানো হয় ‘বিষ’!
হলুদও ডেকে আনতে পারে সর্বনাশ! কীভাবে? সুন্দর রং আনতে মেশানো হয় ‘বিষ’!
advertisement

সেই হলুদ কীভাবে প্রাণঘাতী হতে পারে? কিন্তু সদ‍্য প্রকাশিত এক রিপোর্ট এক ভয়ঙ্ককর ইঙ্গিত দিচ্ছে।

আসল সমস‍্যা হলুদে নয়, বাজার পাওয়া হলুদ নিয়ে। হলুদ গুঁড়োর রং বাড়াতে এতে মেশানো হচ্ছে সিসা ক্রোমেটের মতো ক্ষতিকারক রাসায়নিক।

আরও পড়ুন: সাবধান! এই ফলগুলি খোসা ছাড়িয়ে খেলে বেশিরভাগ উপকারিতাই বিফলে

সিসা বা লিডের বিষক্রিয়ার হার দক্ষিণ এশিয়ায় দিন দিন বেড়েই চলেছে। শরীরের পক্ষে অত‍্যন্ত ক্ষতিকারক এই রাসায়নিক হৃ‍‍ৎপিণ্ড এবং মস্তিস্কের অত‍্যধিক ক্ষতিসাধন করে।

advertisement

এই বিষয়ে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং বাংলাদেশের গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চের যৌথ উদ‍্যেগে হলুদে ক্ষতিকারক দ্রব‍্য মেশানোর বিরুদ্ধে শুরু হয় প্রচার। হলুদে ভেজাল মেশানোকে নিয়ন্ত্রণে আনতে কড়া আইন প্রণয়ন করে সে দেশের সরকার।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ব‍্যবস্থাপণায় যে কাজ হয়েছে তার প্রমাণ পাওয়া গেল নতুন করে প্রকাশিত একটি রিপোর্টে। মাত্র দু’বছরে মশলার বাজারে হলুদ ভেজালের পরিমাণ শূন‍্যে নামিয়ে আনতে সক্ষম বাংলাদেশ।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Turmeric: হলুদও ডেকে আনতে পারে সর্বনাশ! কীভাবে? সুন্দর রং আনতে মেশানো হয় ‘বিষ’!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল