দেখে নিন কী ভাবে করবেন ক্লেম ?
এই যোজনায় ব্যক্তিগত দুর্ঘটনা পলিসিতে দেশের বাইরে হওয়া দুর্ঘটনা ক্ষেত্রে কভার মিলবে ৷ জরুরি কাগজপত্র জমা করলে ভারতীয় টাকায় ক্লেমের টাকা দেওয়া হবে ৷
নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কী করতে হবে ?
নিজের নামে জনধন অ্যাকাউন্ট (JanDhan Account) খুলতে চাইলে নিকটবর্তী ব্যাঙ্কে বা পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এর জন্য একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷ ফর্মে নিজের নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম, আবেদনকারীর নাম, নমিনি, ব্যবসা বা বার্ষিক রোজগারের প্রমাণ পত্র, এসএসএ কোড বা ওয়ার্ড নম্বর, ভিলেজ কোড বা টাউন কোড ইত্যাদি তথ্য জমা দিতে হবে ৷
advertisement
পুরনো অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিন জনধন অ্যাকাউন্টে
আপনার পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহজেই জনধন অ্যাকাউন্টে (JanDhan Account) বদলে ফেলতে পারবেন৷ এর জন্য ব্যাঙ্কের শাখায় গিয়ে রুপে কার্ডের জন্য আবেদন করতে হবে এবং একটি ফর্ম ফিলআপ করে জমা দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে ৷