TRENDING:

True Love : প্রকৃত ভালবাসাও খুঁজে পাওয়া যায়; এই নিয়মগুলো মেনে দেখবেন নাকি একবার?

Last Updated:

ভালবাসায় (True Love) আর বিশ্বাস নেই? সত্যিকারের ভালবাসার খোঁজ করতে করতে যাঁরা ক্লান্ত হয়ে পড়েছেন, তাঁরা এই কয়েকটি পরামর্শ মেনে চলতে পারলে অবশ্যই সফল হবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভালবাসায় (True Love) আর বিশ্বাস নেই? সত্যিকারের ভালবাসার খোঁজ করতে করতে যাঁরা ক্লান্ত হয়ে পড়েছেন, তাঁরা এই কয়েকটি পরামর্শ মেনে চলতে পারলে অবশ্যই সফল হবেন!
advertisement

সম্পর্ক তৈরি করতে উদ্যোগ নেওয়া

সত্যিকারের ভালবাসা পেতে হলে কিন্তু নিজের উদ্যোগ থাকা একান্তই জরুরি। একটা কথা ভুললে কিন্তু চলবে না, সম্পর্ক তৈরিতে আমাদের যত্নও আদতে সম্পর্ককেই আমাদের প্রতি যত্নশীল করে তোলে।

নিজের প্রত্যাশা সম্পর্কে নিশ্চয়তা

ভালোবাসায় প্রত্যেকের নিজস্ব পছন্দ-অপছন্দ থাকে। আমার মনের মানুষ ঠিক কেমন হবে তা আমি সব থেকে ভাল জানব। একটু সময় নিয়ে তাই নিজের মনের কথা জানা প্রয়োজন।

advertisement

নিজেকে আনন্দে রাখা

আমরা নিজেরা আনন্দে বা খুশিতে থাকলে তবেই ভালবাসার মতো সুন্দর একটা সম্পর্কে আগ্রহী হই। তাই সত্যিকারের ভালবাসা খুঁজতে যাওয়ার আগে নিজেকে ভালো রাখাটাও আমাদের কর্তব্য। কেননা সুন্দর মনই একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে।

ডেটিং অ্যাপের সাহায্য নেওয়া

সম্পর্কের প্রাথমিক পর্বেই যদি নিজের পছন্দ বা অপছন্দের সঙ্গে অন্যেরটা মিলিয়ে নেওয়া যায় তার চেয়ে ভাল কিছু হতে পারে না। এই বিষয়ে ডেটিং অ্যাপ কিন্তু আমাদের সাহায্য করতে পারে।

advertisement

নিজেকে ভালোবাসা

কথাটা খানিক স্বার্থপরের মতো শোনালেও মনে রাখতে হবে নিজেকে মন খুলে ভালবাসতে না পারলে, অন্যকেও ভালবাসা সম্ভব নয়। তাই প্রথমেই ট্রু লাভের পিছনে না ছুটে নিজেকে ভালবেসে গ্রহণ করতে হবে। যাঁরা নিজেকে ভালবেসে সব সময়ে আনন্দে থাকেন, আশেপাশের মানুষ তাঁদের দিকে এমনিই আকৃষ্ট হন।

বাস্তবিক ডেটিং-এ যেতে উদ্যোগী হওয়া

advertisement

ফোনে কথা বলা বা ভিডিও কলিংয়ের গণ্ডি পেরিয়ে যত দ্রুত সম্ভব ডেটিং সেরে ফেলতে হবে। কেন না, আমাদের কাছের মানুষকে কাছ থেকে চেনার আনন্দই আলাদা।

নিজের ওপর বিশ্বাস রাখা

সত্যিকারের ভালবাসা খুঁজতে গিয়ে দীর্ঘ দিন পেরিয়ে গেলে হতাশা আসা স্বাভাবিক। কিন্তু যাকে সারাজীবনের জন্য পেতে চাইছি তার জন্য একটুকু অপেক্ষা আমরা করতেই পারি।

advertisement

নিজের কাছে সৎ থাকা

আমি ঠিক যেমন চরিত্রের বা স্বভাবের, ঠিক সেভাবেই অন্যের কাছে নিজেকে প্রকাশ করব- এই আত্মবিশ্বাস সম্পর্ক তৈরিতে ভীষণ ভাবে সাহায্য করে।

ভালবাসা খোঁজার প্রয়োজন নেই

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্পর্ক তৈরিতে উদ্যোগী হওয়া ভালো কিন্তু তাই বলে হন্যে হয়ে সম্পর্ক খুঁজে ফেরার প্রয়োজন নেই। নিজেকে তৈরি রেখে অপেক্ষা করলে সত্যিকারের ভালবাসা নিজেই একদিন আসবে!

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
True Love : প্রকৃত ভালবাসাও খুঁজে পাওয়া যায়; এই নিয়মগুলো মেনে দেখবেন নাকি একবার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল