TRENDING:

Karthik Puja 2025: ৪০০ বছরের প্রাচীন কার্তিক পুজোয় সাবেকিয়ানার সঙ্গে মিশে যায় ঐতিহ্য ও ইতিহাস

Last Updated:

Karthik Puja 2025: মালদহ শহরের ফুলবাড়ী এলাকার কালু সাহা বাড়ির পুজো আজ পরিচিত রায় বাড়ির পুজো নামে। পুজোয় কার্তিক দেবের প্রতিমা দুই পাশে থাকে আরও ২৫ টি দেব দেবীর প্রতিমা। অন্নপূর্ণা, মহালক্ষী,‌ সরস্বতী, ব্রহ্মা-বিষ্ণু সহ প্রায় ২৬ টি দেব-দেবীর প্রতিমার পুজো দেওয়া হবে এই পুজোয়। প্রতিবছর কার্তিক সংক্রান্তির দিন পুজো করা হয় এই বাড়িতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: বাড়ির সাজসজ্জা দেখে আধুনিক মনে হলেও প্রায় ৪০০ বছর পুরনো মালদহ শহরের এই বাড়ির কার্তিক পুজো। প্রায় ৩৯৯ বছর আগে এই বংশের পূর্বপুরুষ কালু সাহার হাত ধরে সূচনা হয় এই পুজোর। মালদহ শহরের ফুলবাড়ি এলাকার কালু সাহা বাড়ির পুজো আজ পরিচিত রায় বাড়ির পুজো নামে। পুজোয় কার্তিক দেবের প্রতিমা দুই পাশে থাকে আরও ২৫ টি দেব দেবীর প্রতিমা। অন্নপূর্ণা, মহালক্ষ্মী,‌ সরস্বতী, ব্রহ্মা-বিষ্ণু সহ প্রায় ২৬ টি দেব-দেবীর প্রতিমার পুজো দেওয়া হচ্ছে এই পুজোয়।
advertisement

প্রতি বছর কার্তিক সংক্রান্তির দিন পুজো করা হয় এই বাড়িতে। ঐতিহ্যগত পরম্পরা মেনে নিষ্ঠা সহকারে পুজো দেওয়া হয় এই রায় বাড়িতে। রায় পরিবারের বর্তমান সদস্য অরিন্দম রায় জানান, “এই পুজো প্রায় ৩৯৯ বছর আগে রায়বাড়ির পূর্বপুরুষ কালু সাহার হাত ধরে সূচনা হয়। প্রথমদিকে সাহা পরিবার নামে পরিচিত ছিল এই বাড়িটি। তবে পরবর্তীতে এই পরিবারের উত্তরসুরিরা ব্রিটিশদের কাছ থেকে রায় উপাধি পান। সেই থেকে বর্তমানে এই পরিবার রায় পরিবার নামে পরিচিত। প্রতি বছর পুরনো রীতি মেনে নিষ্ঠা সহকারে পুজো দেওয়া হয়। বর্তমানে বাড়ির পুরনো জিনিসকে সংস্কার করা হচ্ছে। বাড়ির চারদিকে দেওয়ালে একাধিক আধুনিক চিত্রের মাধ্যমে কার্তিক দেবের জীবন কাহিনি তুলে ধরা হচ্ছে।”

advertisement

আরও পড়ুন : কাটোয়ার কার্তিক পুজোর ২৫০ বছরের প্রাচীন বর্ণময় ও চমকপ্রদ ইতিহাস জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
চিকেন ফুচকা বেচে ১৪০ টাকা লাভ! বাঁকুড়ার স্কুলে খেলার ছলে ব্যবসা শিখছে খুদেরা
আরও দেখুন

ঐতিহ্যবাহী এই পুজোকে কেন্দ্র করে উৎসাহ থাকে জেলাবাসীর। পুজোকে কেন্দ্র করে বাড়ির সামনেই বসে বিশাল মেলা। শুধু জেলা নয়, এই পুজো এবং মেলায় অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী জেলার বহু মানুষজন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Karthik Puja 2025: ৪০০ বছরের প্রাচীন কার্তিক পুজোয় সাবেকিয়ানার সঙ্গে মিশে যায় ঐতিহ্য ও ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল