প্রতি বছর কার্তিক সংক্রান্তির দিন পুজো করা হয় এই বাড়িতে। ঐতিহ্যগত পরম্পরা মেনে নিষ্ঠা সহকারে পুজো দেওয়া হয় এই রায় বাড়িতে। রায় পরিবারের বর্তমান সদস্য অরিন্দম রায় জানান, “এই পুজো প্রায় ৩৯৯ বছর আগে রায়বাড়ির পূর্বপুরুষ কালু সাহার হাত ধরে সূচনা হয়। প্রথমদিকে সাহা পরিবার নামে পরিচিত ছিল এই বাড়িটি। তবে পরবর্তীতে এই পরিবারের উত্তরসুরিরা ব্রিটিশদের কাছ থেকে রায় উপাধি পান। সেই থেকে বর্তমানে এই পরিবার রায় পরিবার নামে পরিচিত। প্রতি বছর পুরনো রীতি মেনে নিষ্ঠা সহকারে পুজো দেওয়া হয়। বর্তমানে বাড়ির পুরনো জিনিসকে সংস্কার করা হচ্ছে। বাড়ির চারদিকে দেওয়ালে একাধিক আধুনিক চিত্রের মাধ্যমে কার্তিক দেবের জীবন কাহিনি তুলে ধরা হচ্ছে।”
advertisement
আরও পড়ুন : কাটোয়ার কার্তিক পুজোর ২৫০ বছরের প্রাচীন বর্ণময় ও চমকপ্রদ ইতিহাস জানলে চমকে যাবেন
ঐতিহ্যবাহী এই পুজোকে কেন্দ্র করে উৎসাহ থাকে জেলাবাসীর। পুজোকে কেন্দ্র করে বাড়ির সামনেই বসে বিশাল মেলা। শুধু জেলা নয়, এই পুজো এবং মেলায় অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী জেলার বহু মানুষজন।