TRENDING:

Traditional Durga Puja: দশমীতে পান্তা ভোগ, ৪০০ বছর পার করেছে আন্দুলের ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো

Last Updated:

স্বামী বিবেকানন্দের মামার বাড়ি, প্রেমিক মহারাজের আশ্রম... আজও প্রায় ৪০০ বছরের পুরনো নিয়ম-রীতি মেনে দুর্গাপুজোর আয়োজন হয় আন্দুল ভট্টাচার্য বাড়িতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া,রাকেশ মাইতি: স্বামী বিবেকানন্দের মামার বাড়ি, প্রেমিক মহারাজের আশ্রম… আজও প্রায় ৪০০ বছরের পুরনো নিয়ম-রীতি মেনে দুর্গাপুজোর আয়োজন হয় আন্দুল ভট্টাচার্য বাড়িতে। প্রেমিক মহারাজ ছিলেন স্বামী বিবেকানন্দের বাবা ও মায়ের গুরু বাবা। সপ্তমী থেকে দেবী দুর্গাকে বিভিন্ন ভোগ নিবেদন করা হয় ভট্টাচার্য বাড়িতে।
advertisement

শিকাগো সম্মেলনের পর স্বামীজীর এই বাড়িতে আসাকে স্মরনীয় করে রাখতে একটি ফলক এবং তাঁর পূর্ণমূর্তি নির্মাণ করা হয়েছে। আন্দুলের ভট্টাচার্য বাড়ি এখন প্রেমিক মহারাজের আশ্রমবাড়ি নামেই পরিচিত। প্রাচীন রীতি মেনে বলি প্রথা বজায় রয়েছে। দশমীতে পান্তা ভোগ নিবেদন করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের ছেলেমেয়েদের জন্য দারুণ মঞ্চ! প্রান্তিক এলাকায় প্রতিভার খোঁজে BSF
আরও দেখুন

প্রেমিক মহারাজের আসল নাম মহেন্দ্র নাথ ভট্টাচার্য। ২২ বছর বয়সে কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা শেষ করে ‘কবিরত্ন’ উপাধি লাভ করেন। স্থানীয় আন্দুল হায়ার ক্লাস ইংলিশ স্কুলে প্রধান পণ্ডিতের কাজে নিযুক্ত হন। মাত্র কয়েক বছর পর তা ছেড়ে দেন। দিন কাটাতে থাকেন ভগবৎ চিন্তায়। তবে লোকশ্রুতি, মহেন্দ্রনাথ একদিকে যেমন ছিলেন ঈশ্বর সাধনায় ব্রতী, অন্যদিকে ছিলেন ঘোরতর সংসারি। সমাজসেবা, স্বাধীনতা সংগ্রাম থেকে সংস্কৃতি চর্চা, সবেতেই ছিলেন সমান উৎসাহী। তিনি মাতৃসাধক ছিলেন। মাতৃসাধনা ও সঙ্গীত রচনায় আত্মনিয়োগ করেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Traditional Durga Puja: দশমীতে পান্তা ভোগ, ৪০০ বছর পার করেছে আন্দুলের ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল