শিকাগো সম্মেলনের পর স্বামীজীর এই বাড়িতে আসাকে স্মরনীয় করে রাখতে একটি ফলক এবং তাঁর পূর্ণমূর্তি নির্মাণ করা হয়েছে। আন্দুলের ভট্টাচার্য বাড়ি এখন প্রেমিক মহারাজের আশ্রমবাড়ি নামেই পরিচিত। প্রাচীন রীতি মেনে বলি প্রথা বজায় রয়েছে। দশমীতে পান্তা ভোগ নিবেদন করা হয়।
প্রেমিক মহারাজের আসল নাম মহেন্দ্র নাথ ভট্টাচার্য। ২২ বছর বয়সে কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা শেষ করে ‘কবিরত্ন’ উপাধি লাভ করেন। স্থানীয় আন্দুল হায়ার ক্লাস ইংলিশ স্কুলে প্রধান পণ্ডিতের কাজে নিযুক্ত হন। মাত্র কয়েক বছর পর তা ছেড়ে দেন। দিন কাটাতে থাকেন ভগবৎ চিন্তায়। তবে লোকশ্রুতি, মহেন্দ্রনাথ একদিকে যেমন ছিলেন ঈশ্বর সাধনায় ব্রতী, অন্যদিকে ছিলেন ঘোরতর সংসারি। সমাজসেবা, স্বাধীনতা সংগ্রাম থেকে সংস্কৃতি চর্চা, সবেতেই ছিলেন সমান উৎসাহী। তিনি মাতৃসাধক ছিলেন। মাতৃসাধনা ও সঙ্গীত রচনায় আত্মনিয়োগ করেন।
advertisement