TRENDING:

Traditional Durga Puja: নবমীতে নহবতে সানাই, ১৮৭ বছর পার করেছে জজানের দত্ত বাড়ির দুর্গা পুজো

Last Updated:

আগে ঠাকুর মন্দিরে ঝলমল করত বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি! গুলির শব্দে মহাষ্টমীর পুজোর সূচনা হত! আজ সে-সব অতীত। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের বনেদি পুজোর গ্রাম জজান। অবিভক্ত বঙ্গদেশের উত্তর রাঢ় অঞ্চলের মুর্শিদাবাদ জেলার ফতেসিংহ পরগনার অন্তর্গত জজানের প্রাচীন বনেদি জমিদারি পুজোগুলির মধ্যে অন্যতম হল দত্ত বাড়ির পুজো।
advertisement

১৮৭ বছরের প্রাচীন দত্ত বাড়ির পুজো শুরু করেন বাবু প্রাণকৃষ্ণ দত্ত, ১৮৩৮ সালে । প্রাণকৃষ্ণ দত্ত তখন জজানের জমিদার ছিলেন। তখন তাঁর বিশাল জমিদারি ,কলকাতা এবং বোলপুরে তাঁর ব্যবসা।  কথিত আছে, দেবী ওঁকে স্বপ্নে দেখা দিয়ে পুজো শুরু করার আদেশ দিয়েছিলেন। তখন থেকেই নিয়মনিষ্ঠা মেনে হয়ে আসছে দত্ত বাড়ির দুর্গাপুজো।

advertisement

একচালার দশভুজা মায়ের প্রতিমার চিরাচরিত বৈশিষ্ট্য। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ডাকের সাজে সজ্জিত। বৈষ্ণবমতে হয় মায়ের পুজো। পুজোর চারদিন হয় চন্ডীপাঠ। ষষ্ঠীর দিন মা দুর্গাকে আবাহন করা হয়। সন্ধায় দেবীর অধিবাস হয়। পঞ্জিকার নির্ঘণ্ট মেনে মহাসপ্তমীর দিন সকালে ঘট আসে এবং নবপত্রিকা (কলা বৌ) স্নান করানো হয় লক্ষ্মী সাগরে। বোধনের দিন থেকে নবমীর দিন পর্যন্ত দু’বেলা নহবতে সানাই ও টেকরা বাজানোর রীতি আজও চলে আসছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগে ঠাকুর মন্দিরে ঝলমল করত বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি! গুলির শব্দে মহাষ্টমীর পুজোর সূচনা হত! আজ সে-সব অতীত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Traditional Durga Puja: নবমীতে নহবতে সানাই, ১৮৭ বছর পার করেছে জজানের দত্ত বাড়ির দুর্গা পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল